বিজেপিতে ভাঙন; ক্যানিং পশ্চিম কেন্দ্রে তৃণমূলে যোগ দিল ৩০০ জন কর্মী সমর্থক

বিজেপি ভাঙন; ক্যানিং পশ্চিম কেন্দ্রে তৃণমূলে যোগ দিল ৩০০ জন কর্মী সমর্থক

সার্বভৌম সমাচার, দক্ষিণ 24পরগনা : রবিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বাসস্ট্যান্ডে তৃণমূলের এক রাজনৈতিক সভায় বিজেপি সিপিএম, আরএসপি থেকে প্রায় ৩০০ জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করে।

বিজেপির সক্রিয় কর্মী পিন্টু সরদার, ভাস্বতী সরদার, মলিনা হালদারের নেতৃত্বে প্রায় প্রায় ৫০ জন মাতলা-১ অঞ্চল থেকে বিজেপির কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করে।এছাড়া তালদি, বাঁশড়া, গোপালপুর, দাঁড়িয়া, মাতলা-২, ইটখোলা সহ বিভিন্ন অঞ্চল থেকে বিজেপি, সিপিএম, আরএসপি থেকে প্রায় ২৫০ জন কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করে।

এদিন যোগদানকারীদের দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর পরেশরাম দাস। ফলে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে বড়সড় ভাঙন ধরলো বিজেপির মধ্যে।



আরও পড়ুন--

২০২১ সালে বিধানসভা নির্বাচন। আর তার আগে বিরোধী দলের ভাঙনে বড় ধরনের অক্সিজেন পেল শাসক দল। জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর পরেশরাম দাস বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্দশে অনুপ্রাণিত হয়ে এবং রাজ্যের উন্নয়নমূলক কাজ দেখে বিজেপি সিপিএম আরএসপি থেকে প্রায় ৩০০ কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করে।

যোগদানকারীদের দলের সংগঠনের হয়ে কাজ করতে বলা হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে এই জেলায় সব কটি আসনে তৃণমূলের প্রার্থীরা জয়ী হবে বলে আমি আশাবাদী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তৃণমূলের তপন সাহা, সুশীল সরদার, মাতলা-২ প্রধান উত্তম দাস প্রমূখ।


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post