সার্বভৌম সমাচার : অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের প্রতীক্ষা বাংলোর বাগিচায় গুলমোহর গাছ লাগালেন অভিনেতা স্বয়ং। সদ্য করোনা থেকে আরোগ্য লাভ করে বাড়ি ফিরেছেন এই প্রবীণ তিনি।
তারপরেই ফের স্বমহিমায় ফিরলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Big-B)। জানা গিয়েছে, বাংলোর বাগিচার এই গাছ (Gulmohar Tree) গত মাসে প্রবল ঝড় ও বৃষ্টিতে উপড়ে গিয়েছিল। আর সে জন্যই নতুন করে রোপন করলেন বিগ-বি।
এদিন ইনস্টাগ্রামে ছবি টুইট করে অভিনেতা লেখেন, "মা তেজি বচ্চনের জন্মদিনে ১৯৭৬ সালে প্রথম এই গাছ লাগিয়েছিলাম। সেবার প্রথম এই বাংলো হাতে পেয়েছিলাম।" খবরে প্রকাশ, এই গাছ পরিচর্যার জন্য তিনজন মালি ভাড়া করেছিলেন। ছবিতে ওই তিনজনকেও দেখা গিয়েছে।
উল্লেখ্য, গত মাসে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন-সহ ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা বচ্চনের করোনা সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে চারজনেই সুস্থ হয়েছেন।
আরও দেখুন--
তারপরেই ফের স্বমহিমায় ফিরলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Big-B)। জানা গিয়েছে, বাংলোর বাগিচার এই গাছ (Gulmohar Tree) গত মাসে প্রবল ঝড় ও বৃষ্টিতে উপড়ে গিয়েছিল। আর সে জন্যই নতুন করে রোপন করলেন বিগ-বি।
আরও পড়ুন--
এদিন ইনস্টাগ্রামে ছবি টুইট করে অভিনেতা লেখেন, "মা তেজি বচ্চনের জন্মদিনে ১৯৭৬ সালে প্রথম এই গাছ লাগিয়েছিলাম। সেবার প্রথম এই বাংলো হাতে পেয়েছিলাম।" খবরে প্রকাশ, এই গাছ পরিচর্যার জন্য তিনজন মালি ভাড়া করেছিলেন। ছবিতে ওই তিনজনকেও দেখা গিয়েছে।
উল্লেখ্য, গত মাসে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন-সহ ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা বচ্চনের করোনা সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে চারজনেই সুস্থ হয়েছেন।
আরও দেখুন--