বার্সাকে ৮-২ গোলে হারিয়ে বায়ার্ন এবার সেমি ফাইনালে

বার্সাকে ৮-২ গোলে হারিয়ে বায়ার্ন এবার সেমি ফাইনালে

অম্লিতা দাস : বার্সাকে ৮গোলে হারিয়ে ইউইএফএ সেমি ফাইনালে উঠে গেল বায়ার্ন মিউনিখ। শুক্রবার পর্তুগালের লিসবনে প্রতীক্ষিত এই ম্যাচের ফলাফল হল বায়ার্ন ৮ এবং বার্সা ২।

বার্সাকে বিধস্তভাবে হারিয়ে বায়ার্ন চলে গেল সেমি ফাইনালে। ম্যাচের ৪মিনিটে টমাস মুলারের বাঁ পায় শুরু হল বায়ার্নের গোল এবং ৮৯মিনিটে শেষ হলো তা কুতিনহয়ের গোলে। মুলার ও কুতিনহয়ের আরো ২টি গোল ছাড়াও বাকি গোলের কৃতিত্বে ইভান পেরিসিচ, সার্জ নাবরি, জশুয়া কিমিখ ও রবার্ট লেভানডফস্কির। ৪-১গোলে বায়ার্ন এগিয়ে যায় ৩১মিনিটেই। ৫৭মিনিটে সুয়ারেজসেই ব্যবধান করলাম ৪-২ এ।


আরও পড়ুন--

তবে শেষ রক্ষা হলনা। বার্সেলোনা আজ পর্যন্ত এক ম্যাচে ৮ গোল খেয়েছিল কোপা ডেল রে তে, সেভিয়ার বিপক্ষে। ১৯৪৬ সালের সময়ে। ইউরোপে এর আগে এক ম্যাচে পাঁচের বেশি গোল খায়নি বার্সা, এই অভিজ্ঞতার পুনরাবৃত্তি এই ম্যাচে।

বার্সার এই রকম পারফরম্যান্স নিরাশ করেছে অনেককেই। তবে খেলায় হার জিত তো থাকবেই, হার যতই বোরো হোক না কেন লজ্জা পাওয়া কাম্য নয়।



আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post