সার্বভৌম সমাচার : টিম ইন্ডিয়ার জার্সিতে তাকে শেষবার দেখা গিয়েছিল ২০১৭ সালের এক আন্তর্জাতিক ম্যাচ। এরপর দীর্ঘদিন জাতীয় দলে কোন সুযোগ না পাওয়ায় কারনে বিশ্বকাপ চলাকালীন ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু এবারে দীর্ঘ সময় পর ফের বাইশ গজে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার তথা ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার যুবরাজ সিং।
সম্প্রতি পাঞ্জাব ক্রিকেটের সচিব পুনিত বালি চাইছেন অবসর ভেঙে পাঞ্জাবের ঘরোয়া ক্রিকেটে মাঠে নামুন যুবরাজ সিং। তবে যুবরাজ সিং এবিষয়ে এখন পর্যন্ত কিছু বলেননি। পাঞ্জাব ক্রিকেট তথা পিসিএ-র সঙ্গে দীর্ঘদিন ধরেই চুক্তিবদ্ধ নন তিনি। এছাড়াও ক্রিকেটে ফিরতে হলে যুবিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) অনুমতি নিতে হবে।
আরও পড়ুন--
পুনিতের কথায়, পাঞ্জাবের তরুণ দলকে গোছানোর জন্য যুবরাজের অভিজ্ঞতা অনেক কাজে দেবে। যদিও ভারতীয় ক্রিকেটে অবসর ভেঙে ফেরার প্রক্রিয়াটা একেবারেই সহজ নয়। এছাড়াও কানাডা এবং আবুধাবিতে লিগ খেলে ফেরার পথ কিছুটা হলেও কঠিন হবে যুবরাজের কাছে।
পুনিতের মতে, তরুণদের নিয়ে কাজ করার ইচ্ছে আছে যুবরাজের। তাই যুবরাজের অভিজ্ঞতা এবং সামর্থ্য তরুণদের উৎসাহিত করবে। আর তাই যুবরাজকে পাঞ্জাবের হয়ে তিন ফরম্যাটেই খেলার অনুরোধ করেছেন পুনিত। তবে সব শেষে এখন যুবির চূড়ান্ত সিদ্ধান্ত শোনার অপেক্ষা।
আরও দেখুন--
সম্প্রতি পাঞ্জাব ক্রিকেটের সচিব পুনিত বালি চাইছেন অবসর ভেঙে পাঞ্জাবের ঘরোয়া ক্রিকেটে মাঠে নামুন যুবরাজ সিং। তবে যুবরাজ সিং এবিষয়ে এখন পর্যন্ত কিছু বলেননি। পাঞ্জাব ক্রিকেট তথা পিসিএ-র সঙ্গে দীর্ঘদিন ধরেই চুক্তিবদ্ধ নন তিনি। এছাড়াও ক্রিকেটে ফিরতে হলে যুবিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) অনুমতি নিতে হবে।
পুনিতের মতে, তরুণদের নিয়ে কাজ করার ইচ্ছে আছে যুবরাজের। তাই যুবরাজের অভিজ্ঞতা এবং সামর্থ্য তরুণদের উৎসাহিত করবে। আর তাই যুবরাজকে পাঞ্জাবের হয়ে তিন ফরম্যাটেই খেলার অনুরোধ করেছেন পুনিত। তবে সব শেষে এখন যুবির চূড়ান্ত সিদ্ধান্ত শোনার অপেক্ষা।
আরও দেখুন--
Tags:
খেলার খবর