দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে তৃণমূল ছাত্র পরিষদের সাংগঠনিক সভা হল


দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে তৃণমূল ছাত্র পরিষদের সাংগঠনিক সভা হল

জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর : আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ও সাংগঠনিক বিষয় নিয়ে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের হাইরোডে অবস্থিত নতুন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সভাকক্ষে ছাত্র পরিষদের সকল সদস্য ও বিশিষ্টদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল।

করোনা আবহের মধ্যে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবছর ভার্চুয়াল সভার মাধ্যমে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। এরই সঙ্গে জেলা তৃণমূলের ছাত্র পরিষদের সাংগঠনিক বিষয়বস্তু নিয়েও সভাকক্ষে আলোচনা তুলে ধরা হয়।




আরও পড়ুন--

পাশাপাশি বিভিন্ন রকম সাংগঠনিক বিষয় নিয়ে দলীয় কার্যালয় সভাপতিত্বে আলোচনা হয় বলে দলীয় সূত্রে খবর। পাশাপাশি এদিন তৃণমূল ছাত্র পরিষদের সাংগঠনিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা ছাত্র পরিষদের সভাপতি অতনু রায়, গঙ্গারামপুর টাউন তৃণমূল সভাপতি কৌশিক সাহা, গঙ্গারামপুর টাউন তৃণমূল সভাপতি অশোক বর্ধন, গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাকেশ পন্ডিত সহ আরো অন্যান্যরা।

এদিন গঙ্গারামপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল ছাত্র পরিষদের সকলের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষ্যণীয়ভাবে।


আরও দেখুন--

Post a Comment

Previous Post Next Post