অম্লিতা দাস : লাইকস হার মানলো ডিসলাইকের সংখ্যায়।সড়ক ২ এর ট্রেলার ইউটিউবে আসতেই শুরু হয় ডিসলাইকের ঝড়।
১৯৯১ সালে সড়কের সিক্যুয়াল আসার কথা যখন ঘোষণা হয় তখন জনতার আকর্ষণ ছিল তুঙ্গে, কিন্তু সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অধিকাংশ জনতা বলিউড বয়কটের সিদ্ধান্ত নেন। এ ছাড়াও মহেশ ভাটের সাথে রিয়া চক্রবর্তীর সম্পর্কের নিয়েও মানুষ মহেশ ভাটের মুভির ওপর ক্ষুব্ধ।
স্টারকিডস বয়কটের জন্যও আলিয়ার এই মুভিতে ডিসলাইকের আধিক্য। বুধবার সড়ক ২ এর ট্রেলার বেরোনোর সাথে সাথে আস্তে থাকে ডিসলাইক যা কয়েক ঘন্টার মধ্যে ১ মিলিয়ন ছাড়িয়ে ফেলে। সড়ক ২ ট্রেলার হয়ে ওঠে ইউটিউবে সবচেয়ে ডিসলাইক করা অন্যতম একটি ভিডিও।
আরও পড়ুন--
ডিসলাইকের সাথেই দেখা যায় মুভি সংক্রান্ত ট্রোল এবং সোশ্যাল মিডিয়ায় দেখা যায় অনেক মিমস। পৃথিবীর সবচেয়ে বেশি অপছন্দের ১০টি মুভির ট্রেলারের মধ্যে সড়ক ২ এখন ৭নম্বরে। এখন ভারতের সবচেয়ে অপছন্দের ট্রেলার সড়ক ২। ২১মিলিয়ন ভিউসের সাথে ৬.২মিলিয়ন ডিসলাইক।
এসেছে ধর্মের ওপর কিছু বক্তব্য ছবির প্রথম পোস্টারে কৈলাসের মানস সরোবর দেখা যাচ্ছে। যা নাকি হিন্দুত্ববাদী মানসিকতা উসকে দেওয়ার জন্যই করা হয়েছে, এই অভিযোগে এই ছবির বিরুদ্ধে সিকন্দরপুরের আচার্য চন্দ্রকিশোর প্রসার মামলা করেন। ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯৫এ এবং ১২০বি অনুযায়ী, মুভির পোস্টারে এভাবে কোনও ধর্মস্থানের ছবি ব্যবহার করার অর্থ ধর্মের অনুভূতিতে আঘাত আনা।
২৮শে আগস্ট প্রকাশ পাবে সড়ক ২ ডিজনি হটস্টারে।মুভিতে দেখা যাবে সঞ্জয় দত্ত,আলিয়া ভাট, পূজা ভাট, আদিত্য রয় কপুরকে এবং টলিউডের যীশু সেনগুপ্তকেও।
আরও দেখুন--