অম্লিতা দাস : ২০২২ পর্যন্ত সিএসকে-এর অধিনায়কের আসনে মহেন্দ্র সিং ধোনিই থাকবেন।সম্প্রতি সিএসকের সিইও কাশী বিশ্বনাথন এই নিয়েই মন্তব্য করেছেন।
অনেকের মতে মহেন্দ্র সিং ধোনি তার শেষ ম্যাচ খেলে ফেলেছিলেন।কিন্তু আই পি এলের সাথেই তিনি আবার ফিরছেন মাঠে।১৬ই আগস্ট থেকে ক্যাম্প শুরু হচ্ছে সিএসকের।১৩মাস মাঠের বাইরে ধোনি কিন্তু তা নিয়ে খেলায় কোনো প্রভাব পড়বে বলে মনে করছেন না বিশ্বনাথন।
গত বছর ইংল্যান্ডের বিশ্বকাপের পর কোনো প্রতিযোগিতামূলক খেলায় দেখা যায়নি ধোনিকে। ইতিমধ্যে ধোনির কামব্যাকের অপেক্ষায় মাহি ভক্তরা।একটি সাক্ষাৎকারে সিএসকের সিইও ধোনি সম্পর্কে জানান "আমরা ধোনিকে নিয়ে একেবারেই চিন্তিত না। আশা করি এ বছর এবং আগামী মরসুমে ও আমাদের হয়ে খেলবে। এমনকী, ২০২২ মরসুমেও হয়তো ওকে আমরা পাব। আমি শুধু সংবাদমাধ্যম থেকেই ওর বিষয়ে খবর পাচ্ছি। শুনেছি ও ঝাড়খণ্ডে ইন্ডোরে নেটে অনুশীলন করছে। তবে আমাদের অধিনায়ককে নিয়ে চিন্তা করতে হবে না। ওকে নিয়ে আমাদের আশঙ্কার কিছুই নেই। ও নিজের দায়িত্বের বিষয়ে ওয়াকিবহাল। ও নিজের এবং দলের খেয়াল রাখে।" আইপিএলে ১৯০ ম্যাচে ধোনির ব্যাটে ছিল ৪৪৩২ রান। সর্বোচ্চ অপরাজিত ৮৪। গড় ৪২.২।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২০।চলবে ১০ই নভেম্বর পর্যন্ত।ধোনিকে আবার মাঠে দেখতে উচ্ছসিত জনতা।
অনেকের মতে মহেন্দ্র সিং ধোনি তার শেষ ম্যাচ খেলে ফেলেছিলেন।কিন্তু আই পি এলের সাথেই তিনি আবার ফিরছেন মাঠে।১৬ই আগস্ট থেকে ক্যাম্প শুরু হচ্ছে সিএসকের।১৩মাস মাঠের বাইরে ধোনি কিন্তু তা নিয়ে খেলায় কোনো প্রভাব পড়বে বলে মনে করছেন না বিশ্বনাথন।
আরও পড়ুন--
গত বছর ইংল্যান্ডের বিশ্বকাপের পর কোনো প্রতিযোগিতামূলক খেলায় দেখা যায়নি ধোনিকে। ইতিমধ্যে ধোনির কামব্যাকের অপেক্ষায় মাহি ভক্তরা।একটি সাক্ষাৎকারে সিএসকের সিইও ধোনি সম্পর্কে জানান "আমরা ধোনিকে নিয়ে একেবারেই চিন্তিত না। আশা করি এ বছর এবং আগামী মরসুমে ও আমাদের হয়ে খেলবে। এমনকী, ২০২২ মরসুমেও হয়তো ওকে আমরা পাব। আমি শুধু সংবাদমাধ্যম থেকেই ওর বিষয়ে খবর পাচ্ছি। শুনেছি ও ঝাড়খণ্ডে ইন্ডোরে নেটে অনুশীলন করছে। তবে আমাদের অধিনায়ককে নিয়ে চিন্তা করতে হবে না। ওকে নিয়ে আমাদের আশঙ্কার কিছুই নেই। ও নিজের দায়িত্বের বিষয়ে ওয়াকিবহাল। ও নিজের এবং দলের খেয়াল রাখে।" আইপিএলে ১৯০ ম্যাচে ধোনির ব্যাটে ছিল ৪৪৩২ রান। সর্বোচ্চ অপরাজিত ৮৪। গড় ৪২.২।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২০।চলবে ১০ই নভেম্বর পর্যন্ত।ধোনিকে আবার মাঠে দেখতে উচ্ছসিত জনতা।
আরও দেখুন--
Tags:
খেলার খবর