দেশের গ্রামেই ৬৯.৪% মানুষ করোনা আক্রান্ত, জানাল সমীক্ষা

দেশের ৬৯.৪% মানুষ করোনা আক্রান্ত গ্রামে, জানাল সমীক্ষা

সার্বভৌম সমাচার : দেশের ৬৯.৪ শতাংশ করোনায় আক্রান্ত গ্রামাঞ্চলেই। সম্প্রতি আইসিএমআরের প্রথম জাতীয়স্তরের সেরোসার্ভেতে উঠে এসেছে এই তথ্য। ইন্ডিয়ান জার্নাল অফ মেডিকেল রিসার্চেই প্রকাশিত হয়েছে ওই সমীক্ষার রিপোর্ট।

ওই রিপোর্টে জানা গিয়েছে, শহরের বস্তি এলাকায় সংক্রমিত ১৫.৯ শতাংশ এবং শহুরে অন্য এলাকায় তা হয়েছে ১৪.৬ শতাংশ। তবে বেশি সংক্রমণ হয়েছে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। অন্যদিকে সবথেকে কম সংক্রমণ ৪৬ থেকে ৬০ বছরের উপরে সংক্রমণ ৩৯.৫ শতাংশ।

আরও পড়ুন--


জানা গিয়েছে, গত ১১ মে থেকে ৪ জুন এই সমীক্ষা চালানো হয়। তখন দেশের ২১টি রাজ্য থেকে মোট ৭০০টি গ্রামের ২৮ হাজার লোকের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

আইসিএমআরের রিপোর্টে আরও জানা গিয়েছে, মে-র গোড়ায় দেশে ৬৪ লাখ ৬৮ হাজারের সংক্রমণ হয়েছিল। তবে সেক্ষেত্রেও পূর্ণ বয়স্কদের মধ্যে সংক্রমণ কম। তাদের ১ শতাংশই মাত্র করোনায় আক্রান্ত হয়েছেন।
 

আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post