সার্বভৌম সমাচার : শুক্রবার সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিকের জামিনের আবেদন নাকচ করল মুম্বইয়ের বিশেষ আদালত। সম্প্রতি মাদক আইনে গ্রেফতার করা হয়েছে তাঁদের।
এছাড়াও এই মামলায় ধৃত সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, পরিচারক দীপক সাওয়ন্ত, বান্দ্রার জায়েদ ভিলাত্রা, আবদেল বাসিত পরিহারও জামিনের আর্জি জানিয়েছিলেন। রিয়ার আইনজীবী জানিয়েছেন, তাঁদের সবার আর্জিই খারিজ হয়েছে।
রিয়া তাঁর আবেদনে জানিয়েছেন, তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে অবৈধ জিনিস কেনার টাকা যোগানো এবং অপরাধীদের আড়াল করার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, একই অপরাধে অপরাধী কাইজান ইব্রাহিমকে ধরা হলেও নগদ জামিনে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সূত্রে খবর, রিয়া চক্রবর্তী এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যেতে পারেন।
এছাড়াও এই মামলায় ধৃত সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, পরিচারক দীপক সাওয়ন্ত, বান্দ্রার জায়েদ ভিলাত্রা, আবদেল বাসিত পরিহারও জামিনের আর্জি জানিয়েছিলেন। রিয়ার আইনজীবী জানিয়েছেন, তাঁদের সবার আর্জিই খারিজ হয়েছে।
আরও পড়ুন--
রিয়া তাঁর আবেদনে জানিয়েছেন, তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে অবৈধ জিনিস কেনার টাকা যোগানো এবং অপরাধীদের আড়াল করার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, একই অপরাধে অপরাধী কাইজান ইব্রাহিমকে ধরা হলেও নগদ জামিনে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সূত্রে খবর, রিয়া চক্রবর্তী এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যেতে পারেন।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,