সার্বভৌম সমাচার : এতদিন মুম্বইয়ের সিনেমা জগৎ নিয়ে নানান স্ক্যান্ডালের গল্প সামনে এসেছে। যদিও তা শুধুমাত্র ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ নয়, জড়িয়ে ছিল শিল্পীদের রাজনৈতিক জীবন নিয়েও। কিন্তু এতকিছু স্বত্বেও বলিউড কখন নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করেনি।
ভোটের আঙিনায় ঘোর কংগ্রেসি দিলীপ কুমারের সাথে কমিউনিস্ট রাজ কাপুরের কখনও ব্যক্তিগত বিরোধিতা তৈরি হয়নি। একদিকে যেমন, সুনীল দত্ত, অমিতাভ বচ্চন, রাজেশ খান্নারা কংগ্রেসের টিকিতে ভোটে দাঁড়িয়েছেন; আবার মন্ত্রীও হয়েছেন। তেমনি অন্যদিকে, শত্রুঘ্ন সিনহা, বিনোদ খান্নার মত তারকারা বিজেপির টিকিটে জিতে মন্ত্রী হয়েছেন। এছাড়া তাঁরা ক্ষমতায় থাকাকালীন বলিউডে যেমন তার প্রভাব পড়েইনি; তেমনি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নানান সহযোগিতাও করেছেন।
কিন্তু বলিউডের আকাশে আজ যেন কালো মেঘের ঘনঘটা। সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুতে একে অপরের দিকে যেভাবে কাদা ছোড়াছুড়ি চলছে, তাতে মুম্বাইয়ের সিনেমাজগতের যে প্রবল ক্ষতি হচ্ছে। তার আঁচ পাচ্ছেন অনেকেই। সম্প্রতি আমির খান বলেন, “করোনা আমাদের অনেক কিছু কেড়ে নিচ্ছে”।
ভোটের আঙিনায় ঘোর কংগ্রেসি দিলীপ কুমারের সাথে কমিউনিস্ট রাজ কাপুরের কখনও ব্যক্তিগত বিরোধিতা তৈরি হয়নি। একদিকে যেমন, সুনীল দত্ত, অমিতাভ বচ্চন, রাজেশ খান্নারা কংগ্রেসের টিকিতে ভোটে দাঁড়িয়েছেন; আবার মন্ত্রীও হয়েছেন। তেমনি অন্যদিকে, শত্রুঘ্ন সিনহা, বিনোদ খান্নার মত তারকারা বিজেপির টিকিটে জিতে মন্ত্রী হয়েছেন। এছাড়া তাঁরা ক্ষমতায় থাকাকালীন বলিউডে যেমন তার প্রভাব পড়েইনি; তেমনি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নানান সহযোগিতাও করেছেন।
কিন্তু বলিউডের আকাশে আজ যেন কালো মেঘের ঘনঘটা। সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুতে একে অপরের দিকে যেভাবে কাদা ছোড়াছুড়ি চলছে, তাতে মুম্বাইয়ের সিনেমাজগতের যে প্রবল ক্ষতি হচ্ছে। তার আঁচ পাচ্ছেন অনেকেই। সম্প্রতি আমির খান বলেন, “করোনা আমাদের অনেক কিছু কেড়ে নিচ্ছে”।
আরও পড়ুন--
চলতি সময়ে এই কাদা ছোঁড়াছুঁড়ির অন্যতম মুখ্য চরিত্রে আছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি যে ভাবে অভিনেতা অভিনেত্রীকে উন্মুক্ত আক্রমণ করছেন, তাতে অনেকেই প্রস্তুতি নিচ্ছেন আদালতের দ্বারস্থ যাওয়ার জন্য। শুধু বলিউডই নয়, তিনি সরাসরি রাজনৈতিক দল শিবসেনার সঙ্গেও সংঘাতে জড়িয়েছেন।
সম্প্রতি তিনি মুম্বইকে তুলনা করেছেন ‘পাক অধিকৃত কাশ্মীরের’ সঙ্গে। তার ফলও তাঁকে ভুগতেও হচ্ছে। ইতিমধ্যে তাঁর মুম্বইয়ের অফিসের একাংশ ভাঙাও পড়েছে। মুম্বাইয়ের ঠাকরে পরিবারকে টুইট করেও আক্রমণ করেছেন কঙ্গনা। এছাড়াও রোজ টুইট-যুদ্ধ চলেছে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সাথে। ক্রমশ্য দু-ভাগে ভাগ হচ্ছে বলিউডের শিল্পী কলাকুশলীরাও, অংশ নিচ্ছেন বাকযুদ্ধেও।
এদিকে টালিগঞ্জের যুবক পলাশ বসুকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, কলকাতার নিবাসী ওই যুবক কঙ্গনার ফ্যান এবং তিনি নাকি সঞ্জয় রাউতকে ফোনে হুমকিও দিয়েছেন বলে পুলিশের দাবি। সবমিলিয়ে বিশ্বের দ্বিতীয় ধনী ইন্ডাস্ট্রি তথা ভারতীয় অর্থনীতির এক বিরাট অংশ এখন শুধুমাত্র লাটে ওঠা সময়ের অপেক্ষা মাত্র।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,