কেন্দ্রীয় নির্দেশিকা মেনে আজই কী রাজ্যের শেষ লকডাউন

কেন্দ্রীয় নির্দেশিকা মেনে আজই কী রাজ্যের শেষ লকডাউন

সার্বভৌম সমাচার : গতমাস থেকেই মুখ্যমন্ত্রী সপ্তাহে দুদিন করে রাজ্যজুড়ে সার্বিক লকডাউন শুরু করছেন। তবে বিভিন্ন সময়ে ঘোষিত লকডাউনের দিন পরিবর্তন করা নিয়ে বিতর্কও কম হয়নি। চলতি সপ্তাহে ১১ ও ১২ তারিখ অর্থাৎ শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক লকডাউনের দিন। কিন্তু রবিবার সর্বভারতীয় NEET পরীক্ষা থাকায় মুখ্যমন্ত্রী শনিবার দিনের লকডাউন প্রত্যাহার করেছেন। ফলে শুক্রবার রাজ্যজুড়ে চলছে সার্বিক লকডাউন চললেও শনিবার থাকছে না লকডাউন। কিন্তু এখন প্রশ্ন উঠছে এটাই কি তাহলে এবারের মতো শেষ লকডাউন?

করোনা আবহে পরপর তিনটি আনলক পর্ব শেষ করে সেপ্টেম্বরের এক তারিখ থেকে শুরু হয়েছে আনলক-চার। কিন্তু তবুও থামানো যাচ্ছে না করোনা ভাইরাসের সংক্রমণ। ফলে কেন্দ্রীয় সরকার আর নতুন করে লকডাউন ঘোষণা না করলেও রাজ্যগুলি নিজেদের মতো করে লকডাউন করছে। বাংলাতেও চালু আছে সাপ্তাহিক লকডাউন পর্ব। আর সেইমতই ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যব্যাপী লকডাউন ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন--



কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আনলক-৪ পর্বের শুরুতেই এক নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছেন, রাজ্যগুলি নিজেদের মতো করে আর লকডাউন ঘোষণা করতে পারবে না। এমনকি ওই নির্দেশনামায় আরও বলা হয়েছিল, রাজ্যগুলি লকডাউন করতে হলে কেন্দ্রের আগাম অনুমতি নিতে হবে। সেক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে কেন্দ্র লকডাউনের অনুমতি দিতে পারে। কিন্তু এই নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকার মানেনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল, যেহেতু ৭, ১১, ১২ সেপ্টেম্বরের ঘোষণা আগেই করা ছিল তাই ও দিনগুলো লকডাউন হবেই। সেক্ষেত্রে ৭ সেপ্টেম্বর রাজ্যে লকডাউন হয়েছে। ১১ সেপ্টেম্বরও রাজ্যজুড়ে লকডাউন চলছে। কিন্তু রবিবার ১৩ সেপ্টেম্বর NEET পরীক্ষা, তাই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আপাতত ভাবে ১২ তারিখের লকডাউন তুলে নিলেন মুখ্যমন্ত্রী।

এবারে প্রশ্ন, তাহলে পরবর্তী লকডাউন কবে? যদিও তার কোনও ঘোষণা করেনি রাজ্য সরকার। সাধারণত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাপ্তাহিক লকডাউনের দিনক্ষণ ঘোষণা অনেক আগেই করে থাকেন। এক্ষেত্রে পরবর্তী দিনক্ষণের কোনও ঘোষণা নেই। আর তাই প্রশ্ন উঠেছে; তবে কি শুক্রবারেই আপাতত ভাবে রাজ্যের শেষ লকডাউন পালিত হচ্ছে?


আরও দেখুন--





Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post