অধীররঞ্জন চৌধুরী ফের প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নিলেন

ফের প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নিলেন অধীররঞ্জন চৌধুরী

সার্বভৌম সমাচার : লোকসভায় বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরীকেই ফের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতির দাবিত্ব দিলেন সোনিয়া গান্ধি। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য অধীরবাবুকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হল। গত দুবছর আগে আচমকাই অধীর চৌধুরীকে দায়িত্ব থেকে সরিয়ে সভাপতি করা হয়েছিল সোমেন মিত্রকে। সম্প্রতি সোমেন মিত্রের মৃত্যুর পর ফের সেই অধীরকেই আনা হল রাজ্য সভাপতি পদে। লক্ষ্য ২০২১-এর বিধানসভা নির্বাচন।

সুত্রে খবর, দলীয় সংগঠন চাঙ্গা করতেই রাজনীতির ‘রবিনহুড’-কেই সামনে আনল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। গত লোকসভায় শোচনীয় ফল করেছিল কংগ্রেস। এই রাজ্যেও তার ব্যতিক্রম হয়নি। ফল স্বরূপে ভালো পরিস্থিতিতে নেই কংগ্রেস। আর তাই অধীরের রাজনৈতিক লড়াইকেই সামনে রেখেই রাজ্যে পায়ের তলার জমি শক্ত করতে চাইছেন সোনিয়া গান্ধি।

আরও পড়ুন--

সোমেন মিত্রের মৃত্যুর একমাস পর অভিভাবক পেল প্রদেশ কংগ্রেস। বুধবার রাত ১১টার পর এক বিবৃতি জারি করে অধীরের নাম ঘোষণা করে কংগ্রেস। অপরদিকে দিল্লি যাওয়ার জন্য বহরমপুর থেকে কলকাতায় এসেছিলেন লোকসভার বিরোধী দলনেতা। কিন্তু রাতেই খবর পান তাঁর নতুন নিযুক্তির, ফলে কলকাতায় রয়ে গিয়েছেন তিনি।

বৃহস্পতিবার কলকাতায় কংগ্রেসের সদর দফতর বিধানভবনেই আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করবেন তিনি। রাতেই অধীরবাবুর প্রতিক্রিয়া, ‘আমি কংগ্রেসের সৈনিক। দলের শীর্ষ নেতৃত্বের আস্থা এবং কর্মীদের প্রত্যাশা, দু’টোই পূরণের জন্য চেষ্টার ত্রুটি করব না’।

এখন দেখার আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস বামেদের সঙ্গে জোটে যায়; নাকি ‘একলা চলো’ নীতি নিয়ে ভোটের লড়াই চালিয়ে যান। তবে ইতিমধ্যেই বুধবার রাতেই সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অধীরবাবুর নিয়োগকে স্বাগত জানিয়েছেন।


আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post