অম্লিতা দাস : অম্বালা এয়ারবেসে আজ পাঁচটি রাফালকে বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।সর্বধর্ম পুজোর মধ্যে দিয়েই বায়ুসেনায় নিয়োগ করা হলো পাঁচটি রাফাল।
সংঘাতের এই আবহের মধ্যেই ভারতের বায়ুসেনায় যুক্ত হলো ফরাসি অস্ত্র রাফাল।অনেক অপেক্ষার পর ২৯শে জুলাই ফরাসি অস্ত্র ভারতে আসে।বৃহস্পতিবার সকালেই সেগুলো সজ্জিতরূপে হরিয়ানার অম্বালা বিমানঘাঁটিতে আনুষ্ঠানিক ভাবে বায়ুসেনার কাজে যুক্ত করা হয়।বৃহস্পতিবার ভারতীয় বায়ুসেনার রীতি মেনে সর্বধর্ম বা সারাং অ্যারোবেটিক টিমের "এয়ার শো"-তে এই অস্ত্র অন্তর্ভুক্ত করা হয়।
আরও পড়ুন--
এই উপলক্ষে সেই উপলক্ষে ভারতে এসেছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরঁস পার্লি।ফ্রান্স থেকে দিল্লি থেকে চণ্ডীগড় হয়ে অম্বালায় পৌঁছন ফ্লোরঁস।প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে অম্বালায় পৌঁছানোর আগে দিল্লিতে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়।বৃহস্পতিবার অনুষ্ঠিত এয়ার শো’তে অংশ নিয়েছে রাফাল, জাগুয়ার, সুখোই-৩০, তেজস যুদ্ধবিমান এবং এমআই-১৭ ও ধ্রুব কপ্টার।অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাফাল নির্মাতা সংস্থা দাসো অ্যাভিয়েশনের প্রতিনিধিরা।
২০১৬ সালে হওয়া চুক্তির দরুন ৩৬টি রাফাল বিমান কিনবে ভারত। বাকি বিমান ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে এসে পৌঁছাবে।ভারতীয় বায়ুসেনার দু’টি রাফাল স্কোয়াড্রন। যার মধ্যে প্রথমটি আছে হরিয়ানার অম্বালায়। দ্বিতীয়টি হবে উত্তরবঙ্গের হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে।নভেম্বরে দ্বিতীয় দফায় আরো পাঁচটি রাফাল আসবে ভারতে।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,