পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতারের নির্দেশ

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতারের নির্দেশ

সার্বভৌম সমাচার : ইন্টারপোলের মাধ্যমে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে গ্রেফতার করার নির্দেশ দিল ইসলামাবাদ আদালত। সম্প্রতি তাঁকে ঘোষিত অপরাধী ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি ইসলামাবাদ আদালত বলেছে, সেদেশের তোষাখানা গাড়ি মামলায় শরিফের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। উল্লেখ্য, নওয়াজ শরিফ বর্তমানে তার চিকিৎসার জন্য গত একবছর যাবৎ লন্ডনে রয়েছেন। ইসলামাবাদের আদালতে তাঁর তরফে সাম্প্রতিক মেডিকেল রিপোর্ট পেশ করে জামিনের মেয়াদবৃদ্ধির আবেদন জানানো হয়েছে।


আরও পড়ুন--

সেই আবেদন আগামী বৃহস্পতিবার শোনা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও ওই একই মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ গিলানিকেও দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

চার্জশিটে বলা হয়েছে, গিলানি লাক্সারি গাড়ি বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ভেঙে শরিফকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন। উল্লেখ্য, এর আগে শরিফকে লন্ডনের সম্পত্তি ও ইস্পাত কারখানা মামলায় আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল পাকিস্তানের আদালত।

আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post