ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রধান প্রধান হলেন পরেশ রাওয়াল

ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রধান প্রধান হলেন পরেশ রাওয়াল

সার্বভৌম সমাচার : অভিনেতা ও বিজেপির প্রাক্তন সাংসদ পরেশ রাওয়ালকে ন্যাশনাল স্কুল অফ ড্রামা সোসাইটির সভাপতির পদে নিয়োগ করলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। বৃহস্পতিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল।

মিঃ প্যাটেল টুইটের মাধ্যমে এই নিয়োগের ঘোষণা করে বলেন, “মিঃ রাওয়ালের অভিজ্ঞতা এনএসডি-র শিল্পী এবং শিক্ষার্থীদের সহায়তা করবে।এছাড়াও তিনি ২০১৪-২০১৯ খ্রিস্টাব্দ পর্যন্ত আহমেদাবাদের সাংসদ হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি পদ্মশ্রী পুরষ্কার প্রাপ্ত”।

আরও পড়ুন--

নাট্যকার রতন থিয়ামের মেয়াদ ২০১৭ সালে শেষ হওয়ার পর থেকে পদটি শূন্য ছিল। সংস্কৃতিমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা নিতিন ত্রিপাঠি একটি টুইট বার্তায় বলেছেন, “মিঃ রাওয়ালকে চার বছরের মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে”।

আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post