সার্বভৌম সমাচার : করোনা আবহে লকডাউন কাটিয়ে দীর্ঘ পাঁচমাস পর ফের চালু হল দিল্লির মেট্রো। ইয়েলো লাইনে কাটছাঁট করে সোমবার সকাল থেকে চলতে শুরু করেছে মেট্রো।
উল্লেখ্য, ২২ মার্চ থেকে বন্ধ ছিল মেট্রো চলাচল। দিল্লির সময়পুর বস্তি থেকে গুরগাঁওয়ের হুডা সিটি সেন্টার পর্যন্ত চলছে এই মেট্রো। পর্যায়ক্রমে মেট্রো চালু করার ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্তকের নির্দেশে ৭ থেকে ১২ সেপ্টেম্বর তিনটি ধাপে মেট্রো চলতে শুরু করবে। চালু হয়েছে চেন্নাই মেট্রোও।
বিমানবন্দর থেকে ওয়াশারমেনপেট পর্যন্ত চলছে এই মেট্রো। মেট্রো চালু হয়েছে কোচিতেও। ২০ মিনিটের ব্যবধানে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে কোচির মেট্রো। তবে কলকাতায় এখনই মেট্রো চালু হচ্ছে না।
জানাগিয়েছে, কলকাতাবাসীদের মেট্রো চড়তে হলে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। সূত্রের খবর, প্রাথমিক প্রস্তুতির কাজ চলছে কলকাতা মেট্রোয়। বিশেষ করে ভিড় নিয়ন্ত্রনের জন্য প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা করতেই এক সপ্তাহ সময় লাগবে বলেই জানা গিয়েছে।
আরও দেখুন--
উল্লেখ্য, ২২ মার্চ থেকে বন্ধ ছিল মেট্রো চলাচল। দিল্লির সময়পুর বস্তি থেকে গুরগাঁওয়ের হুডা সিটি সেন্টার পর্যন্ত চলছে এই মেট্রো। পর্যায়ক্রমে মেট্রো চালু করার ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্তকের নির্দেশে ৭ থেকে ১২ সেপ্টেম্বর তিনটি ধাপে মেট্রো চলতে শুরু করবে। চালু হয়েছে চেন্নাই মেট্রোও।
আরও পড়ুন--
বিমানবন্দর থেকে ওয়াশারমেনপেট পর্যন্ত চলছে এই মেট্রো। মেট্রো চালু হয়েছে কোচিতেও। ২০ মিনিটের ব্যবধানে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে কোচির মেট্রো। তবে কলকাতায় এখনই মেট্রো চালু হচ্ছে না।
জানাগিয়েছে, কলকাতাবাসীদের মেট্রো চড়তে হলে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। সূত্রের খবর, প্রাথমিক প্রস্তুতির কাজ চলছে কলকাতা মেট্রোয়। বিশেষ করে ভিড় নিয়ন্ত্রনের জন্য প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা করতেই এক সপ্তাহ সময় লাগবে বলেই জানা গিয়েছে।
আরও দেখুন--