করোনা সংক্রমণে ব্রাজিলকে টপকে এখন বিশ্বে দ্বিতীয় ভারত

করোনা সংক্রমণে ব্রাজিলকে টপকে এখন বিশ্বে দ্বিতীয় ভারত

সার্বভৌম সমাচার : গতকালই বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন করোনা সংস্কমণে ব্রাজিলকে টপকে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। আর সেই সময় আসতে ২৪ ঘন্টাও লাগলো না।

এখন করোনায় আক্রান্তের সংখ্যায় ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। এখনও তালিকার প্রথমে রয়েছে আমেরিকা। ব্রাজিল এখন তিন নম্বরে, চতুর্থ রাশিয়া। গত একদিনে দেশে সংক্রমিত হয়েছেন ৯০,৯০২ জন।




আরও পড়ুন--

আমেরিকায় আক্রান্ত ৬২ লাখ, ব্রাজিলে ৪১ লাখ। ভারতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৪২ লাখেরও বেশি। দেশে অ্যাক্টিভ আক্রান্ত মোট আক্রান্তের ২০ ভাগ। তা সত্ত্বেও কেব্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, দেশে সুস্থ হওয়ার হার বেড়ে হয়েছে ৭৭.৩২ শতাংশ।

এই মুহূর্তে মোট সুস্থ হয়েছেন ৩২,৫০,৪২৯ জন। রবিবার মৃত্যুর হার কমে হয়েছে ১.৭২ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত ১,০১৬ জন। পশ্চিমবঙ্গে হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় রাজ্যের মোট আক্রান্তের ৭০ ভাগ রয়েছে।


আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post