নারকেলডাঙার ছাগলপট্টির বস্তিতে বিধ্বংসী আগুন; ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু

নারকেলডাঙার ছাগলপট্টির বস্তিতে বিধ্বংসী আগুন; ঘটনাস্থলে দমকলমন্ত্রী সুজিত বসু

সার্বভৌম সমাচার : বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল নারকেলডাঙার ছাগলপট্টির বস্তি। স্থানীয় বাসিন্দাদের দাবি, সোমবার ভোরবেলা লকডাউন শুরু হওয়ার আগেই ওই বস্তিতে আগুন লাগে। প্রায় ৪০-৫০টি ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। যদিও দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন সংখ্যাটা ২৫-৩০টি।

এছাড়াও ভোররাতের আগুনে বাকি বহু ঝুপড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। নারকেলডাঙা এলাকার ছাগলপট্টিতে বস্তিটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানকার বস্তিতে মূলত ঝুপড়িগুলি বাঁশের দরমা ও প্লাস্টিকের ছাউনি দেওয়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর ৫টা নাগাদ কোনওভাবে আগুন লেগে যায় এক ঝুপড়িতে। এরপর গায়ে গায়ে লেগে থাকা ঝুপড়িতে একেরপর এক আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। ইতিমধ্যে সামনে থাকা একটি ইলেকট্রিক ট্রান্সফরমারে আগুন লেগে ফেটে যায়। আর তারপরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঝুপড়িগুলিতে।




আরও পড়ুন--

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে দমকলের ৭টি ইঞ্জিন। ভোরেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় মানুষ ও বস্তিবাসীরাও। আগুন নিয়ন্ত্রণে আনতে পড়ে দমকলের আরও ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন দমকলমন্ত্রী।

তবে তিলে তিলে জমানো টাকা-পয়সা ও জীবনের সঞ্জয় পুড়ে ছাই হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন ওই বস্তির বাসিন্দারা। বেলার দিকে নিভে যাওয়া আগুনের ছাই হাতড়ে বেঁচে যাওয়া সামগ্রী খুঁজছেন ওই বস্তির সর্বস্য হারানো মানুষজন।


আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post