দেখে নিন কেকেআর-এর পুর্ণাঙ্গ সূচি

দেখে নিন কেকেআর-এর পুর্ণাঙ্গ সূচি

সার্বভৌম সমাচার : করোনা আবহে দীর্ঘ টালবাহানার পর অবশেষে শুরু হচ্ছে আইপিএল। ইতিমধ্যেই আরব আমিরশাহীতে অণুশীলন শুরু করে দিয়েছে আইপিএল-এর অংশগ্রহণকারী দলগুলি। এরমধ্যেই চুরান্ত সূচি জানিয়ে দিল বিসিসিআই।

প্রসঙ্গত, চেন্নাই সুপার কিংসের ১৩ জন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় এবারের আইপিএল হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আইপিএল-এর চুরান্ত সূচি ঘোষণা করে দিল বিসিসিআই।




আরও পড়ুন--

এবারে দীর্ঘদিন পর ঢাকে কাঠি পড়তে চলেছে আইপিএল-এ। আগামী ১৯ সেপ্টেম্বর মুম্বই বনাম চেন্নাই ম্যাচ দিয়েই শুরু হবে এবারের আইপিএল। ম্যাচটি হবে আবু ধাবিতে। কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ২৩ সেপ্টেম্বর। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে শাহরুখের দল।

দেখে নিন কেকেআর-এর পুর্ণাঙ্গ সূচি-

কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ২৩ সেপ্টেম্বর (সন্ধ্যে ৭.৩০)
কেকেআর বনাম সানরাইজ হায়দরাবাদ ২৬ সেপ্টেম্বর (সন্ধ্যে ৭.৩০)
কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ৩০ সেপ্টেম্বর (সন্ধ্যে ৭.৩০)
কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস ৩ অক্টোবর (সন্ধ্যে ৭.৩০)
কেকেআর বনাম চেন্নাই সুপার কিংস ৭ অক্টোবর (সন্ধ্যে ৭.৩০)
কেকেআর বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ১০ অক্টোবর (দুপুর ৩.৩০)
কেকেআর বনাম রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু ১২ অক্টোবর (সন্ধ্যে ৭.৩০)
কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ১৬ অক্টোবর (সন্ধ্যে ৭.৩০)
কেকেআর বনাম সানরাইজ হায়দরাবাদ ১৮ অক্টোবর (দুপুর ৩.৩০)
কেকেআর বনাম রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু ২১ অক্টোবর (সন্ধ্যে ৭.৩০)
কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল ২৪ অক্টোবর (দুপুর ৩.৩০)
কেকেআর বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ২৬ অক্টোবর (সন্ধ্যে ৭.৩০)
কেকেআর বনাম চেন্নাই সুপার কিংস ২৯ অক্টোবর (সন্ধ্যে ৭.৩০)
কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ১ নভেম্বর (সন্ধ্যে ৭.৩০)

আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon, #IPL

Post a Comment

Previous Post Next Post