ফের চুক্তিভঙ্গ,শুন্যে গুলি চলল ভারত-চীন সীমান্তে

ফের চুক্তিভঙ্গ,শুন্যে গুলি চলল ভারত-চীন সীমান্তে


অম্লিতা দাস : ১৯৭৫ সালের পর আবার চলল গুলি ভারত-চীন সীমান্তে।চুক্তিভঙ্গ আবার।সোমবার রাতে স্থিতাবস্থা ভঙ্গ করে লাদাখ সীমান্তে গুলি চলল।

৪৫ বছর পর এই প্রথম গুলি চলল ভারত-চীন সীমান্তে।ভারত-চীন সীমান্তে চুক্তির দ্বারা গুলিবর্ষণ নিষিদ্ধ ছিল। ফলে গালওয়ানে মুখোমুখি সংঘর্ষে ভারতের ২০ জন জওয়ান নিহত হওয়ার পরেও কোনো পক্ষই গুলি চালায়নি। অবশ্য গালওয়ানে সেনা জওয়ানরা নিহতের পর প্রয়োজনে গুলি চালানোর সিদ্ধান্ত নেয় ভারত। এ ব্যাপারে চীনকেও জানিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন--

সোমবার রাতের ঘটনায় চীনের কোনো প্রতিক্রিয়া বা সরকারিভাবে ভারতের থেকে কিছু তথ্য না পেলেও সেনাবাহিনী বলছে, সোমবার প্যাংগংয়ের দক্ষিণ প্রান্তে গুলি চালানো হয়েছে।ভারতের তরফে 'ওয়ার্নিং শট' করা হয়েছে বলে দাবি করে চিন।পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডের মুখপাত্র কর্নেল জাং শুইলি দাবি করেন, সোমবার প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে শেনপাও পাহাড়ের কাছে ভারতীয় সেনা প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে। গুলিও চালায়। তারাও পালটা পদক্ষেপ নেয়, শুইলি তাও জানায়।

চীনের এইরুপ বিবরণ নাকচ করেছেন ভারতীয় সেনাবাহিনী। নানান চুক্তিভঙ্গ করে চীনের আগ্রাসীভাব আগেও দেখা গেছে।সেনাবাহিনীর মতে,৭ সেপ্টেম্বর আমাদের অবস্থানের কাছাকাছি আসার চেষ্টা করে পিএলএ। আমাদের বাহিনীর কাছে বাধা পেয়ে বাহিনীকে ভয় দেখানোর জন্য শূন্যে গুলি ছোড়ে তারা। তাঁরা আরো জানান যে শান্তিপূর্ন অবস্থা রাখতে তাঁরাও প্রতিশ্রুতিবদ্ধ,তবে সার্বভৌমত্ব রক্ষায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকক্ষেত্রে ভুল পথে চালিত করার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তাঁরা মনে করছেন।

আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post