গণধর্ষণের পর লোকলজ্জার ভয়ে বিষ খেল দুই নাবালিকা, মৃত ১

গণধর্ষণের পর লোকলজ্জার ভয়ে বিষ খেল দুই নাবালিকা, মৃত ১

সার্বভৌম সমাচার : দুই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করল পাঁচ প্রতিবেশী যুবক। এরপর লজ্জায় অপমানে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই দুই বোন। ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে; অন্যজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

নারকীয় এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ থানার সন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের নবগ্রাম এলাকায়। জানা গিয়েছে ওই দুই নাবালিকার একজনের বয়স ১৬ বছর এবং অন্যজনের ১৫ বছর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার বিকেলে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ওই দুই নাবালিকা। তারপর থেকেই তাঁরা নিখোঁজ ছিল। এরপর শনিবার বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফেরে ওই দুই নাবালিকা। এরপরই সকলের অলক্ষ্যে কীটনাশক নিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে আত্মহত্যার চেষ্টা করে তারা।

নাবালিকাদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় একজনের। অপরজন আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। নাবালিকাদের পরিবারের দাবি, স্থানীয় পাঁচ যুবক দুই বোনকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে। এরপর লোকলজ্জার ভয়েই তাঁরা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।



আরও পড়ুন--

নাবালিকাদের পরিবারের দাবি, ওই পাঁচজন রাতভর তাঁদের আটকে রেখে লাগাতার ধর্ষণ করেছে। নাবালিকার পরিবারের তরফে অভিযোগ পেয়ে মঙ্গলবারই ওই ঘটনার তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে রাজগঞ্জ থানার পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিনই ময়নাতদন্তের পর এক নাবালিকার দেহ গ্রামে আনা হলে সেখানে যান রাজগঞ্জের তৃনমূল বিধায়ক খগেশ্বর রায়। তিনি অভিযুক্তদের কঠিন শাস্তির আশ্বাস দিয়েছেন। ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে যান জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার। তবে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

ধৃতদের এদিন আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। বিচারক ধৃতদের সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। বাকি দুজনের খোঁজ চালাচ্ছে পুলিশ।


আরও দেখুন--





Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post