সার্বভৌম সমাচার : বেআইনি নির্মাণের অভিযোগে নোটিশ পড়ল কঙ্গনা রানাউতের বাংলোয়। মঙ্গলবার সকালে লাগানো সেই নোটিশে। বাংলোর নকশায় কী কী পরিবর্তন করা হয়েছে তার উল্লেখও রয়েছে। বৃহন্মমুম্বই পুরসভার একটি দল কঙ্গনার পালি হিলসের বাড়িতে যায়। তখন অবশ্য কেউ ছিল না সেখানে।
এরপর পুরসভা বাংলোর দেওয়ালে একটি নোটিশটি সেঁটে দেয়। নকশা অন্তত ১২টি স্থানে বদলের অভিযোগ জানানো হয়েছে। টয়লেটকে অফিস কেবিন বানানো হয়েছে, সিঁড়ির ধারে নতুন টয়লেট বানানো হয়েছে এমনই অভিযোগ তুলে ধরা হয়েছে সেই নোটিশে।
আরও পড়ুন--
এছাড়াও ২৪ ঘণ্টার মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। সোমবারই টুইটারে কঙ্গনা আশঙ্কা জানিয়েছিলেন, তাঁর বাংলো ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। পুরসভা বলেছে, এটা বান্দ্রা এলাকায় রুটিন নজরদারির কাজেরই অঙ্গ।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,