করোনায় আক্রান্ত হয়েছেন বিধাননগরের ডেপুটি মেয়র


করোনায় আক্রান্ত হয়েছেন বিধাননগরের ডেপুটি মেয়র

সার্বভৌম সমাচার : গত কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এরমধ্যেই আবার করোনায় আক্রান্ত হয়েছেন বিধাননগর পুর নিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই হালকা জ্বর সহ বেশ কয়েকটি উপসর্গ দেখা দেয় তাঁর শরীরে। এরপরই তাপসবাবু করোনা পরীক্ষা করান এবং সোমবার রাতে করোনা পজিটিভ রিপোর্ট আসে। তাপসবাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃদু উপসর্গ থাকলেও কোনও ঝুঁকি নিতে চায়নি তাঁরা।

তাপস চট্টোপাধ্যায়কে সোমবার রাতেই বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাপস চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন--

অপরদিকে জানা যাচ্ছে, ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রীও করোনায় আক্রান্ত। তাঁকেও বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরীও। একের পর এক রাজ্যের ভিআইপিরা করোনায় আক্রান্ত হওয়ায় চিন্তিত হয়ে পড়ছেন সাধারন ব্যক্তিত্ব।

আরও দেখুন-- 

Post a Comment

Previous Post Next Post