সার্বভৌম সমাচার : শেষ পর্যন্ত মাদক কাণ্ডে গ্রেফতার হলেন সুশান্ত সিং রাজপুতের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী। পরপর তিনদিন জেরা করার পর তাঁকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)।
মঙ্গলবার সকালেই অভিনেত্রী হাজির হয়েছিলেন এনসিবি-র দফতরে। সূত্রের খবর, কিছু সময় জেরার পরই রিয়াকে গ্রেফতার করেন আধিকারিকরা। উল্লেখ্য, মাদক রাখা ও পাচারের জন্য গত শুক্রবার রিয়ার ভাই শৌভিককেও গ্রেফতার করেছিল এনসিবি। পাশাপাশি তাঁরা গ্রেফতার করেছিল সুশান্তের প্রাক্তন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং কর্মচারী দীপেশ সাওয়ান্তকেও।
সূত্রের খবর, বিভিন্ন প্রশ্নের উত্তরে রিয়ার বক্তব্যে সন্তুষ্ট না হওয়ার পরই এনসিবি আধিকারিকরা রিয়াকে গ্রেফতার করেন। আজ বিকেলেই রিয়ার নিয়মমাফিক কোভিড টেস্ট করা হবে। তারপরই আদালতে হাজিরের তোড়জোড় করবে এনসিবি। মেয়ের গ্রেফতারির খবর ইতিমধ্যেই তাঁর পরিবারকে জানিয়েছে এনসিবি।
Actor Rhea Chakraborty arrested by Narcotics Control Bureau (NCB) in Mumbai: KPS Malhotra, Deputy Director, Narcotics Control Bureau pic.twitter.com/aB4zKOoawL— ANI (@ANI) September 8, 2020
মঙ্গলবার সকালেই অভিনেত্রী হাজির হয়েছিলেন এনসিবি-র দফতরে। সূত্রের খবর, কিছু সময় জেরার পরই রিয়াকে গ্রেফতার করেন আধিকারিকরা। উল্লেখ্য, মাদক রাখা ও পাচারের জন্য গত শুক্রবার রিয়ার ভাই শৌভিককেও গ্রেফতার করেছিল এনসিবি। পাশাপাশি তাঁরা গ্রেফতার করেছিল সুশান্তের প্রাক্তন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং কর্মচারী দীপেশ সাওয়ান্তকেও।
আরও পড়ুন--
সূত্রের খবর, বিভিন্ন প্রশ্নের উত্তরে রিয়ার বক্তব্যে সন্তুষ্ট না হওয়ার পরই এনসিবি আধিকারিকরা রিয়াকে গ্রেফতার করেন। আজ বিকেলেই রিয়ার নিয়মমাফিক কোভিড টেস্ট করা হবে। তারপরই আদালতে হাজিরের তোড়জোড় করবে এনসিবি। মেয়ের গ্রেফতারির খবর ইতিমধ্যেই তাঁর পরিবারকে জানিয়েছে এনসিবি।
আরও দেখুন--