সার্বভৌম সমাচার : চূড়ান্ত অব্যবস্থা ও নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ এনে হাসপাতালের সামনেই পথ অবরোধ করলেন করোনা রোগীরা। মঙ্গলবার সকালে এই ভয়ানক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথির সঞ্জীবন হাসপাতালে। আর এই ঘটনার পর ফের একবার রাজ্যের কোভিড পরিষেবার ওপর বড়সড় প্রশ্নচিহ্ন তুলে ধরল বিরোধীরা।
জানা গিয়েছে ১১৬-বি কাঁথি-দিঘা জাতীয় সড়কের পাশের ওই হাসপাতালের সামনেই দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখান করোনা রোগীরা। ফলে ওই এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর সেখান থেকে অনেকেই দ্রুত পালিয়ে যান। খবর যায় পুলিশেও। কাঁথি থানার বিশাল পুলিশবাহিনী এসে করোনা আক্রান্তদের বুঝিয়ে ভেতরে পাঠায়। ততক্ষণে অবরুদ্ধ হয়ে পড়ে কাঁথি-দিঘা জাতীয় সড়ক।
বিক্ষোভকারীদের দাবি হাসপাতালের খাবারের মান অতি নিন্মমানের তারপরে সেই খাবার আবার ঠিকমতো দেওয়াও হয় না। পাশাপাশি হাসপাতালের ভেতর অপরিষ্কার বেড বাথরুম সবই অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। ঠিকমত দেখা পাওয়া যায় না চিকিৎসকদেরও।
জানা গিয়েছে ১১৬-বি কাঁথি-দিঘা জাতীয় সড়কের পাশের ওই হাসপাতালের সামনেই দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখান করোনা রোগীরা। ফলে ওই এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর সেখান থেকে অনেকেই দ্রুত পালিয়ে যান। খবর যায় পুলিশেও। কাঁথি থানার বিশাল পুলিশবাহিনী এসে করোনা আক্রান্তদের বুঝিয়ে ভেতরে পাঠায়। ততক্ষণে অবরুদ্ধ হয়ে পড়ে কাঁথি-দিঘা জাতীয় সড়ক।
বিক্ষোভকারীদের দাবি হাসপাতালের খাবারের মান অতি নিন্মমানের তারপরে সেই খাবার আবার ঠিকমতো দেওয়াও হয় না। পাশাপাশি হাসপাতালের ভেতর অপরিষ্কার বেড বাথরুম সবই অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। ঠিকমত দেখা পাওয়া যায় না চিকিৎসকদেরও।
আরও পড়ুন--
বেশ কয়েকদিন ধরেই জমা হয়েছিল অসন্তোষ। অবশেষে কাঁথির সঞ্জীবন কোভিড হাসপাতালের করোনা চিকিৎসাধীন আক্রান্তদের সেই ছাই-চাপা আগুনের বহিঃপ্রকাশ হল বলেই দাবি স্থানীয়দের। জানা গিয়েছে তাঁরা প্রথমে হাসপাতালের ভিতরেই বিক্ষোভ দেখিয়েছিল। কিন্তু তাতে কোন ফল না হওয়ায় পরে হাসপাতালের বাইরে বেরিয়ে তারা রাস্তায় বসে পড়েন।
সম্পূর্ণ ঘটনার কথা স্বীকার করে নন্দীগ্রামের সিএমওএইচ সুব্রত রায় জানান হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাঁর আগে সেখানে থাকা করোনা রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করার চেষ্টা চলছে। উল্লেখ্য মাসখানেক আগেই কাঁথির সঞ্জীবন হাসপাতালকে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে করোনা রোগীদের চিকিৎসার জন্য কোভিড হাসপাতাল রূপে চালু করা হয়। এরপর থেকেই বিভিন্ন সময় এই হাসপাতালের বিরুদ্ধে করোনা রোগীদের থেকে উঠে আসছিল একাধিক অভিযোগ।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,