সার্বভৌম সমাচার : CSK-এর ১৩ জন খেলোয়াড়ই COVID-19 মুক্ত হয়েছেন। তাদের করোনা পরীক্ষায় নেতিবাচক ফলাফল হয়েছে বলে জানিয়েছেন সিএসকে’র সিইও এন বিশ্বনাথন। তিনি জানিয়েছেন, শুক্রবার ওই ফ্র্যাঞ্চাইজিটি অনুশীলন শুরু করবে বলে জানা গিয়েছে। তবে, খেলোয়াড়দের এখনও আরও একটি পরীক্ষা করা বাকী আছে বলে জানা গিয়েছে।
আক্রান্ত দুই খেলোয়াড় দীপক চাহার ও রুতুরাজ গায়কওয়াদকে আবার স্কোয়াডে যোগ দেওয়ার আগে ১৪ দিনের বাধ্যতামূলক কাজ শেষ করতে হবে বলে জানা গিয়েছে।
এরই মধ্যে সিএসকে আরও একটি ধাক্কা খেলে শনিবার সুরেশ রায়না আইপিএল থেকে বিদায় নেন। তারকার এই ব্যাটসম্যান ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে সরে এসেছেন।
আরও পড়ুন--
তবে সূত্র জানিয়েছে, ১৩ জন সদস্য করোনা পজিটিভ পরীক্ষার কারণে ভারত ব্যাটসম্যান আতঙ্কিত হয়ে ভারতে ফিরেছেন। করোনা নিয়ে টুর্নামেন্টের ভবিষ্যত নিয়ে বিভিন্ন উদ্বেগ প্রকাশ করেছে।
অন্যদিকে অস্ট্রেলিয়া শিবির ইংল্যান্ড সফরে রয়েছেন। বর্তমানে আইপিএল ২০২০ এর জন্য সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করা অস্ট্রেলিয়ানদের নিয়ে 'উদ্বেগ' রয়েছে। আইপিএল ২০২০ তে ফ্র্যাঞ্চাইজিগুলিতে যোগদানের আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে আলোচনা হয়েছে।
টিম সিএসকে : নারায়ণ জগদীশন, রতুরাজ গায়কওয়াদ, কেএম আসিফ, রবীন্দ্র জাদেজা, এম বিজয়, এমএস ধোনি, জোশ হ্যাজলউড, কেদার যাদব, হরভজন সিং, কর্ণ শর্মা, পীযূষ চাওলা, অম্বাতি রায়দু, ইমরান তাহির, দীপক চাহার, ফাফ ডু প্লেসিস, শারদুল ঠাকুর, মিচেল সান্টনার, ডোয়াইন ব্রাভো, লুঙ্গি এনজিদি, স্যাম কারান, মনু কুমার, শেন ওয়াটসন, সাই কিশোর।
আরও দেখুন--
Tags- #Bongaon
#Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma
Samacar #Bongaon News #Today News #Today Bongaon News # CSK #MI #IPL #IPL 2020