ফের উত্তপ্ত জঙ্গলমহল; মোতায়েন ৩ কোম্পানি সিআরপিএফ

ফের উত্তপ্ত জঙ্গলমহল; মোতায়েন ৩ কোম্পানি সিআরপিএফ

সার্বভৌম সমাচার : শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৩ কোম্পানি সিআরপিএফকে জঙ্গলমহলে পাঠিয়েছে। ইতমধ্যে কেন্দ্র রাজ্য সরকারকে জানিয়েছে আরও কিছু বাহিনী মোতায়েন করা হবে। গোয়েন্দা সুত্রে খবর, গত কয়েক মাস ধরে এই অঞ্চলে মাওবাদীরা পুনরায় দলবদ্ধ হওয়ার চেষ্টা করছে।

উল্লেখ্য, গত বছরে দুই দফায় প্রথমে লোকসভা নির্বাচনের আগে এবং তারপরেই জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করার পরে জঙ্গলমহল থেকে মোট ৪৯ কোম্পানির মধ্যে ২০ কোম্পানি তুলে নিয়েছিল কেন্দ্র। যা নিয়ে আপত্তি করেছিল মমতার সরকার।

বাংলার সিআরপিএফ-এর মহাপরিদর্শক প্রদীপ কুমার সিং বলেছেন “সিআরপিএফ কর্মীদের তিনটি কোম্পানি শনিবার জম্মু ও কাশ্মীর থেকে ফিরে এসেছে। আমরা তাদের পুরুলিয়ায় প্রেরণ করেছি যেখানে তারা দুটি শিবিরের দায়িত্ব নিয়েছে।” 
সিআরপিএফের অন্য একটি কোম্পানি ইতিমধ্যেই ঝাড়গ্রামে রয়েছে।


আরও পড়ুন--

নবান্নের এক কর্মকর্তা জানিয়েছেন, “এই অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি গুরুত্বপূর্ণ। কারণ আমরা নিশ্চিত হতে চাই যে মাওবাদী সমস্যা যেন আর রাজ্যে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। জঙ্গলমহলে আরও কেন্দ্রীয় বাহিনী পেতে আমরা কেন্দ্রের সাথে রীতিমত আমাদের যোগাযোগ চালিয়ে যাচ্ছি। আমরা অদূর ভবিষ্যতে আরও কয়েকটি কোম্পানিকে ফিরিয়ে আনার প্রত্যাশা করছি।”

রাজ্যের স্বরাষ্ট্র দফতর সূত্র খবর, যে মাওবাদীরা জঙ্গলমহলে পুনরায় দলবদ্ধ হওয়ার চেষ্টা করছে। বলা হচ্ছে, মাওবাদীদের তৎপরতা রাজ্য সরকারের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে গোয়েন্দা সূত্রে খবর, ২১-এর নির্বাচনের আগে মাওবাদীদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড করার সম্ভাবনা রয়েছে।

গোয়েন্দাদের দাবী, আগামী ৩ সেপ্টেম্বর থেকে কিছু পর্যটক বেলপাহাড়ির ধঙ্গিকুসুম গ্রামের কাছে তিন মহিলা সহ সাতজন সন্দেহভাজন মাওবাদীদের একটি দল লক্ষ্য করেছিলেন। তারা আগ্নেয়াস্ত্র বহন করছিল এবং তাদের মুখ ঢাকা ছিল।



আরও পড়ুন--

পুলিশের এক কর্মকর্তার কথায় “এটা স্পষ্ট যে রাজ্য প্রশাসন মাওবাদীদের অঞ্চলগুলিতে গুরুত্ব সহকারে খবর নিচ্ছে। এ জাতীয় পরিস্থিতিতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী রাজ্যকে সহায়তা করবে।” তবে একটি সূত্রে খবর, "কেন্দ্রের সাথে বারবার যোগাযোগ করা হচ্ছে এবং আশা করা হচ্ছে যে আগামী কয়েক দিনের মধ্যে সিআরপিএফের আরও কয়েকটি কোম্পানি রাজ্যে আসতে পারে।"

তবে কেবল ঝাড়গ্রামেই নয়, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অঞ্চল থেকে ইতিমধ্যেই মাওবাদীদের পোস্টার উদ্ধার হয়েছে এবং বেশ কয়েকটি জায়গা থেকে মাওবাদীদের তৎপরতা লক্ষ্য করা গেছে বলে জানা গিয়েছে। এমনকি এই বছর স্বাধীনতা দিবসের আগে মাওবাদীরা নতুন নিয়োগের জন্য বেশ কয়েকটি সভার করেছে বলে গোয়েন্দা সুত্রে খবর পাওয়া গিয়েছে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছে, “মাওবাদীদের আন্তঃসীমান্ত কর্মকাণ্ড এখন উদ্বেগের মূল কারণ। আর অন্যদিকে সিআরপিএফ এধরণের কাজের জন্য প্রশিক্ষিত হওয়ায় ফলে তারা এই কাজটি সঠিকভাবেই করতে পারে। আমরা আশা করি যে সিআরপিএফ কর্মীরা তাদের কার্যক্রম রোধ করতে পারে”।


আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post