করোনা আক্রান্ত হলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

করোনা আক্রান্ত হলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক


সার্বভৌম সমাচার : এবার করোনা আক্রান্ত রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে হালকা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। রবিবার রিপোর্ট আসে কোভিড পজেটিভ।

এদিন রাজ্যে সংক্রমিত হয়েছে প্রায় ৩ হাজার মানুষ। স্বাস্থ্য দফতরের সুত্র অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৭ জন। কিন্তু তার থেকেও বেশি মানুষ সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৩ হাজার ২০৭ জন।


আরও পড়ুন--

বাংলায় সুস্থতার হার বেড়ে হয়েছে দাঁড়িয়েছে ৮৫ শতাংশের কিছু বেশি। রাজ্যে করোনায় প্রত্যেকদিনের মৃতের সংখ্যা গত কয়েকদিনের তুলনায় কমেছে। গত ২৪ ঘণ্টায় ৫২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। শনিবার সংখ্যাটা ছিল প্রায় ৫৮ জন।

বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৮০ হাজার ৭৮৮ জন। মোট মৃতের সংখ্যা সাড়ে ৩ হাজার পেরিয়েছে। রাজ্যে মোট মৃত ৩ হাজার ৫৬২ জন।  দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে ফের কলকাতাকে ছাপিয়ে গেছে উত্তর ২৪ পরগনা।


আরও দেখুন--



Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post