NRS হাসপাতালের ‘করোনা ওয়ার্ডে’ রোগীর আত্মহত্যা

NRS হাসপাতালের ‘করোনা ওয়ার্ডে’ রোগীর আত্মহত্যা

সার্বভৌম সমাচার : আবারও কলকাতার এক মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিল। এবারে খবরের শিরোনামে উঠে এল কলকাতার NRS মেডিকেল কলেজ হাসপাতাল। জানা গিয়েছে ওই হাসপাতালের কোভিড ওয়ার্ডের শৌচাগারে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছেন এক করোনা আক্রান্ত যুবক।

সূত্রের খবর, করোনা আক্রান্ত ওই চিকিৎসাধীন যুবকের নাম রাজকুমার বেরা। বয়স ৩৮ বছর। বাড়ি দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপে। জানা গিয়েছে, রবিবার সকালে কোভিড ওয়ার্ডের মধ্যেই ওই রোগী শৌচাগারে স্নান করতে যান। কিন্তু দীর্ঘক্ষণ ধরে না বের হওয়ায় কর্মীরা দেখতে পান তিনি গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। এরপরেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়েছে।



আরও পড়ুন--

NRS হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাজকুমার বেরা একাধিক রক্ত সংক্রান্ত সমস্যায় আক্রান্ত ছিলেন। আর সে কারণেই তার চিকিৎসা চলছিল হেমাটোলজি বিভাগে। এরপর তিনি হাসপাতাল থেকেই করোনায় আক্রান্ত হন। তখন করোনা চিকিৎসার জন্য তাঁকে কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

এদিন সকালে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান হাসপাতালের কর্মীরাই। তবে ঠিক কী কারণে এই আত্মহত্যা সেটা নিয়ে তৈরি হয়েছে অনেক ধোঁয়াশা। ইতিমধ্যেই ওই যুবকের বাড়ির লোকজনদের খবর দেওয়া হয়েছে।

হাসপাতালের ওয়ার্ডে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, এর আগে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এক করোনা রোগী আত্মহত্যা করার চেষ্টা করেন। যদিও কর্মীদের তৎপরতায় তাকে বাঁচানো সম্ভব হয়েছিল।


আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon, #NRS #CORONA

Post a Comment

Previous Post Next Post