সার্বভৌম সমাচার, কলকাতা : কলকাতা নয়; গোটা বাংলাতেই এখন কাঁচা সবজির দাম আকাশছোঁয়া। আর তা নিয়ে এখনও নিরুত্তর প্রশাসন। কিছুদিন আগে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে আতঙ্কে ছিল মানুষ। তারপর বেশ কিছুদিন ধরে আলুর দাম নিয়ে ক্রমশই কপালে চিন্তার ভাঁজ বাড়ছিল সাধারণ মানুষের। তখন সরকারের তরফে বারংবার সতর্ক বার্তা দিলেও কোনও হেলদোল দেখা যায়নি ব্যবসায়ীদের মধ্যে। এরই মধ্যে আরও আতঙ্ক বাড়িয়ে ইদানিং প্রবলভাবে বেড়ে চলেছে কাঁচা সবজির দামও।
কাঁচালঙ্কা, ঢ্যাঁড়শ, ক্যাপসিকামের সাথে উর্ধমুখী দর হয়েছে পটল, উচ্ছে সহ অন্যান্য সবজিরও। সরকারের উদ্দেশ্যে সাধারণ মানুষের প্রশ্ন- “মানুষ খাবে কি”? অন্যদিকে গ্রামের চাষিদের দাবী, তাঁরা যে দর পায় তা বাজারদরের এক চতুর্থাংশ।
জানা গিয়েছে, আসলে চাষির ঘর থেকে প্রথমে সবজি যায় আড়তদারদের কাছে এবং সেখান থেকে পাইকারি বাজার; এরপর সবশেষে খুচরো বিক্রেতার কাছে। খুচরো ব্যবসায়ীদের বক্তব্য, পাইকারি বাজারেই দাম উর্ধ্বমুখি, তাই আমাদেরও দাম বাড়াতে হচ্ছে।
জানা গিয়েছে, কলকাতা সহ জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারে হানা দিতে শুরু করেছে ইবি-র আধিকারিকেরা। তবুও সবজির বাজারে আগুন লেগেই আছে। দাম কমার কোন লক্ষণই দেখা যাচ্ছে না। কিন্তু কেন?
বিশেষজ্ঞদের মতে, করোনা আবহে লাগামছাড়া বৃষ্টির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা নিজেদের মুনাফার লোভে দাম বাড়িয়ে চলেছেন। আবার অনেকের মতে বাম আমলে তৈরি হওয়া কিছু ‘ফোঁড়ে’ (দালাল)আজও বিদ্যমান। তারাই চাষির থেকে সবজি বা কাঁচা আনাজ কিনে নিজেদের ইচ্ছামত সবজির দর বাড়িয়ে থাকে।
অপরদিকে আবার বিরোধীদলগুলির দাবি, শাসকদলের মদতেই এইসমস্ত ‘ফোঁড়ে’ (দালাল)-রা নিজেদের বাড়বাড়ন্ত কায়েম রেখে চলেছেন। এরা মূলত বেনো জল; সময় সুযোগ বুঝে দল পরিবর্তন করে থাকে এবং নিজেদের সুবিধার্থে বাজারকে কলুষিত করে থাকে।
এদিকে ওই সমস্ত ‘ফোঁড়ে’ (দালাল)-দের জন্যই বেশি দাম দিয়ে সবজি কিনছেন পাইকার ব্যবসায়ীরা। ফলেই ক্রমশ দাম উর্ধ্বমুখী হচ্ছে সবজির।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,
কাঁচালঙ্কা, ঢ্যাঁড়শ, ক্যাপসিকামের সাথে উর্ধমুখী দর হয়েছে পটল, উচ্ছে সহ অন্যান্য সবজিরও। সরকারের উদ্দেশ্যে সাধারণ মানুষের প্রশ্ন- “মানুষ খাবে কি”? অন্যদিকে গ্রামের চাষিদের দাবী, তাঁরা যে দর পায় তা বাজারদরের এক চতুর্থাংশ।
জানা গিয়েছে, আসলে চাষির ঘর থেকে প্রথমে সবজি যায় আড়তদারদের কাছে এবং সেখান থেকে পাইকারি বাজার; এরপর সবশেষে খুচরো বিক্রেতার কাছে। খুচরো ব্যবসায়ীদের বক্তব্য, পাইকারি বাজারেই দাম উর্ধ্বমুখি, তাই আমাদেরও দাম বাড়াতে হচ্ছে।
আরও পড়ুন--
জানা গিয়েছে, কলকাতা সহ জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারে হানা দিতে শুরু করেছে ইবি-র আধিকারিকেরা। তবুও সবজির বাজারে আগুন লেগেই আছে। দাম কমার কোন লক্ষণই দেখা যাচ্ছে না। কিন্তু কেন?
বিশেষজ্ঞদের মতে, করোনা আবহে লাগামছাড়া বৃষ্টির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা নিজেদের মুনাফার লোভে দাম বাড়িয়ে চলেছেন। আবার অনেকের মতে বাম আমলে তৈরি হওয়া কিছু ‘ফোঁড়ে’ (দালাল)আজও বিদ্যমান। তারাই চাষির থেকে সবজি বা কাঁচা আনাজ কিনে নিজেদের ইচ্ছামত সবজির দর বাড়িয়ে থাকে।
অপরদিকে আবার বিরোধীদলগুলির দাবি, শাসকদলের মদতেই এইসমস্ত ‘ফোঁড়ে’ (দালাল)-রা নিজেদের বাড়বাড়ন্ত কায়েম রেখে চলেছেন। এরা মূলত বেনো জল; সময় সুযোগ বুঝে দল পরিবর্তন করে থাকে এবং নিজেদের সুবিধার্থে বাজারকে কলুষিত করে থাকে।
এদিকে ওই সমস্ত ‘ফোঁড়ে’ (দালাল)-দের জন্যই বেশি দাম দিয়ে সবজি কিনছেন পাইকার ব্যবসায়ীরা। ফলেই ক্রমশ দাম উর্ধ্বমুখী হচ্ছে সবজির।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,