কোচবিহার জেলার তুফানগঞ্জ এলাকায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের ব্যাপক সংঘর্ষ

কোচবিহার জেলার তুফানগঞ্জ এলাকায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের ব্যাপক সংঘর্ষ

সার্বভৌম সমাচার : বিজেপি এবং তৃণমূলের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ এলাকায়।

দুপক্ষয়ের রাজনৈতিক কর্মীরা বাঁশের লাঠি, রড এবং ইট দিয়ে একে অপরকে আক্রমণ করে বলে জানা গিয়েছে। ভিড় ছত্রভঙ্গ করতে যথেষ্ট সময় লেগেছে পুলিশের। যদিও পরবর্তীতে উভয়পক্ষই একে অপরকে দোষারোপ করেছে এবং আইনী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

সূত্রে খবর, আলিপুরদুয়ার বিজেপির সাংসদ জন বারলা একটি কমিউনিটি হলে বিজেপি কর্মীদের একটি সভা ডেকেছিলেন। সভাটি যখন চলছিল তখন কেন্দ্রের নীতিগুলির প্রতিবাদের জন্য একটি তৃণমূল সমাবেশ অঞ্চল জুড়ে চলে যায়। সমাবেশ মিছিলের জায়গাটি পেরিয়ে যাওয়ার সময়, প্রতিদ্বন্দ্বী দলগুলির সমর্থকদের মধ্যে একটি বিবাদ সংঘর্ষে তুষারপাত করে।



আরও পড়ুন--

কোচবিহার জেলা তৃণমূল প্রধান পার্থ প্রতিম রায় বলেন “সোমবার তুফানগঞ্জে আমাদের একটি রাজনৈতিক অনুষ্ঠান ছিল। তখন বিজেপি সমর্থিত কিছু ব্যক্তিরা সেটা বানচাল করার জন্য আমাদের কর্মী- সমর্থকদেরকে পরিকল্পিতভাবে আক্রমণ করে। বিজেপি সমর্থকরা পার্টি অফিসের সামনে পার্ক করা আমাদের সমর্থকদের সাতটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। আমরা সাংদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চাই।”

তবে বিজেপি নেতারা কমিউনিটি হলের নিকটে উভয়পক্ষের মধ্যে বচসার কথা স্বীকার করলেও দলের সদস্যদের ভাঙচুরের সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। কোচবিহারের বিজেপি জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন “যখন আমাদের সভা চলছিল তখন তৃণমূলের কয়েকজন সমর্থক এসে গালিগালাজ শুরু করে। এরপর আমাদের কিছু সমর্থক হল থেকে বেরিয়ে এসে তাদের প্রতিবাদ করলে তৃণমূল সমর্থকরা পালিয়ে যায়।” যদিও এই ভাঙচুরের জন্য তিনি প্রতিদ্বন্দ্বী তৃণমূলকেই দায়ী করেছেন।

আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post