যশরাজ ফিল্মস প্রযোজিত শমশেরে-র শুটিং শেষ করছেন সঞ্জয় দত্ত

যশরাজ ফিল্মস প্রযোজিত শমশেরে-র শুটিং শেষ করছেন সঞ্জয় দত্ত

সার্বভৌম সমাচার : গতমাসে সঞ্জয় দত্ত নিজেই জানিয়েছিলেন, তিনি কাজ থেকে কিছু দিনের জন্য বিরতি নিচ্ছেন। উল্লেখ্য, কিছুদিনের মধ্যেই তার ক্যান্সারের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কথা ছিল। তবে তাঁর শুটিংয়ের কিছু কাজ বাকি ছিল।

সুত্রে খবর, যশরাজ ফিল্মস প্রযোজিত শমশেরে-র কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। আর তাই শমশেরের অল্প কিছু কাজ বাকি রেখেছিলেন তিনি। অন্যদিকে ছবির অন্য অভিনেতা রণবীর কাপুর ছবির জন্য তাঁর কাজ আগেই শেষ করে নিয়েছেন। তবে সঞ্জয়ের মাত্র দু’দিনের প্যাচওয়ার্ক বাকি ছিল যা তিনি এখন শেষ করছেন। ফিল্মটির পরিচালক করণ মালহোত্রা।



আরও পড়ুন--


প্যাচওয়ার্ক শুটের জন্য কঠোর সতর্কতা নেওয়া হয়েছিল। প্রত্যেকে নিজেদের বাড়িতে কোয়ারেন্টাইনে গিয়েছিলেন। সকলেরই করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। প্যাচওয়ার্ক শেষ করার জন্য তৈরি করা হয়েছিল পুরোপুরি নিরাপদ পরিবেশ।

এই ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সঞ্জয় দত্ত ও বাণী কাপুর। জানা গিয়েছে, শমশেরে মুক্তি পাবে পরের বছর। যেহেতু ক্যান্সারের চিকিৎসার জন্য কিছুদিনের মধ্যে বিদেশে যাবেন সঞ্জয় দত্ত; তাই আগে থেকেই শেষ করছেন তিনি।


আরও দেখুন--





Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post