বেড়েই চলেছে করোনা আক্রান্তের হার, দৈনিক সংক্রমণ ৮৯ হাজার

বেড়েই চলেছে করোনা আক্রান্তের হার, দৈনিক সংক্রমণ ৮৯ হাজার

অম্লিতা দাস : করোনা আক্রান্ত বেড়ে ছুঁলো ৮৯ হাজারে।মঙ্গলবার দৈনিক আক্রান্তের গ্রাফটা কিছুটা নামতে দেখা গেলেও,দেশে দৈনিক আক্রান্ত পুনরায় বৃদ্ধি।

গতকালের তুলনায় বেড়েছে সংক্রমণ। কোভিডে দেশে একদিনে মৃত্যু ছাড়াল ১১০০।আক্রান্তের নিরিখে প্রথম আমেরিকায় কোভিড আক্রান্তের সংখ্যা ৬৩ লক্ষ ২৬ হাজার। ভারতের মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৪৩ লক্ষ ৭০ হাজার ১২৮ জন।ব্রাজিলে ৪১ লক্ষ ৬২ হাজার। মৃত্যুর সংখ্যায় তৃতীয় স্থানে ভারত। গত ২৪ঘন্টায় করোনায় দেশে প্রাণ হারিয়েছে ১১১৫জন। দেশে মোট কোভিডে মৃত্যুসংখ্যা ছাড়াল ৭৩ হাজার ৮৯০ জন। দেশে সবচেয়ে অধিক কোভিডমৃত্যুর নিরিখে মহারাষ্ট্র (২৭ হাজার ৪০৭)। তামিলনাড়ুতে মৃত্যু ছাড়িয়েছে ৮ হাজার।কর্ণাটকে মৃতের সংখ্যা  সাড়ে ৬ হাজার ৬৮০। দিল্লিতেও সংখ্যাটা কম নয়। ৪ হাজার ৬১৮ জন মানুষ মারা যান।

আরও পড়ুন--



পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩হাজারের কম ছিল। দু'দিনে সেই সংখ্যাও ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩ হাজার ৯১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৬ হাজার ৯৫৬ জন। মোট সুস্থতার সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ২৫ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৬৭৭ জন।গত ২৪ঘন্টায় রাজ্যে মৃত্যুসংখ্যা ৫৭জন।

আক্রান্ত ও মৃত্যুর এই চরম বৃদ্ধিতে স্বস্তি জানাচ্ছে শুধু সুস্থতার হার। দেশে সুস্থতার হার ৭৭.৭৭%। করোনার কবল থেকে দেশে সুস্থ হয়েছেন মোট ৩৩ লক্ষ ৯৮ হাজার ৮৪৪ জন মানুষ।


আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post