সার্বভৌম সমাচার : আগামী ১৪ সেপ্টেম্বর সোমবার থেকে কলকাতায় চালু হচ্ছে মেট্রো পরিষেবা। এবিষয়ে বুধবার একটি নির্দেশিকা জারি করে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ কথা জানিয়েছে। বলা হয়েছে, সকাল ৮ থেকে রাত ৮ পর্যন্ত চলবে মেট্রো। সন্ধে সাতটায় নির্ধারিত স্টেশন থেকে রওনা দেবে শেষ ট্রেন। তবে কনটেনমেন্ট জোনগুলিতে মেট্রো বন্ধ থাকবে। ওইসব এলাকায় মেট্রো স্টেশনের গেট খুলবে না। নতুন নিয়মে মেট্রোয় যাতায়াত করতে হলে যাত্রীদের অবশ্যই অ্যাপ থেকে ই-পাস নিতে হবে।
ই-পাসের বৈধতা থাকবে এক ঘণ্টা। তবে ই-পাসের ক্ষেত্রে ১২ ঘণ্টা আগে অ্যাডভান্স বুকিংয়ের সুবিধা থাকছে। সব স্টেশনে সব ট্রেন দাঁড়াবে। আগে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াত ২০ সেকেন্ড। কিন্তু এবার থেকে নতুন নিয়মে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াবে ৩০ সেকেন্ড। গ্রাহ্য হবে না কোনও টোকেন। স্মার্ট কার্ড ও ই-পাস ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না। স্মার্ট কার্ড রিচার্জ করতে হবে বুকিং কাউন্টার থেকে।
এছাড়াও যাত্রীদের মোবাইলে থাকতে হবে আরোগ্য সেতু অ্যাপ। স্টেশনে ঢোকার মুখেই থার্মাল চেকিং হবে। জ্বর, গলা ব্যথা, ঠাণ্ডা লাগার সমস্যা থাকলে স্টেশনে প্রবেশ করতে পারবেন না। স্টেশন চত্বরে থুতু বা পানের পিক ফেললে মিলবে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এছাড়াও মেট্রো কর্তৃপক্ষকে ওয়াশরুম, এসক্যালেটর, বুকিং কাউন্টার, দেওয়ালসহ যে সব জায়গায় বেশি হাত পড়ে, সেগুলি ঘন ঘন স্যানিটাইজ করতে হবে। প্রতিটি স্টেশন কীটনাশক দিয়ে স্যানিটাইজ করে রাখতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
ই-পাসের বৈধতা থাকবে এক ঘণ্টা। তবে ই-পাসের ক্ষেত্রে ১২ ঘণ্টা আগে অ্যাডভান্স বুকিংয়ের সুবিধা থাকছে। সব স্টেশনে সব ট্রেন দাঁড়াবে। আগে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াত ২০ সেকেন্ড। কিন্তু এবার থেকে নতুন নিয়মে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াবে ৩০ সেকেন্ড। গ্রাহ্য হবে না কোনও টোকেন। স্মার্ট কার্ড ও ই-পাস ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না। স্মার্ট কার্ড রিচার্জ করতে হবে বুকিং কাউন্টার থেকে।
এছাড়াও যাত্রীদের মোবাইলে থাকতে হবে আরোগ্য সেতু অ্যাপ। স্টেশনে ঢোকার মুখেই থার্মাল চেকিং হবে। জ্বর, গলা ব্যথা, ঠাণ্ডা লাগার সমস্যা থাকলে স্টেশনে প্রবেশ করতে পারবেন না। স্টেশন চত্বরে থুতু বা পানের পিক ফেললে মিলবে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এছাড়াও মেট্রো কর্তৃপক্ষকে ওয়াশরুম, এসক্যালেটর, বুকিং কাউন্টার, দেওয়ালসহ যে সব জায়গায় বেশি হাত পড়ে, সেগুলি ঘন ঘন স্যানিটাইজ করতে হবে। প্রতিটি স্টেশন কীটনাশক দিয়ে স্যানিটাইজ করে রাখতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
আরও পড়ুন--
যাত্রীদের জায়গায় ঘন ঘন স্যানিটাইজ করাতে হবে। লিফট, এসক্যালেটর, সিঁড়ি বারবার স্যানিটাইজ করতে হবে। কোভিড সুরক্ষায় স্টেশনে সচেতনতামূলক বার্তা বারবার ঘোষণা করতে হবে। কী করা যাবে আর কী যাবে না, তার ছোট ভিডিও ক্লিপ স্টেশনের ডিসপ্লে বোর্ডে দেখাতে হবে।
অন্যদিকে স্টেশন চত্বরে কোথাও যাতে ভিড় না হয় তার জন্য যৌথভাবে নজরদারি চালাবে আরপিএফ ও কলকাতা পুলিসকে। বুকিং কাউন্টার, প্ল্যাটফর্ম, এএফসি গেটে দাঁড়ানোর সময় যাত্রীদের মধ্যে ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে। X লেখা সিটগুলিতে যাত্রীরা বসতে পারবেন না।
বেশি ভিড় হলে একাধিক এন্ট্রি ও এক্সিট গেট প্রস্তুত রাখতে হবে। কর্মীরা বিরতিতে হাত সাবান দিয়ে ধুতে হবে। ঘন ঘন স্যানিটাইজ করবেন। ফেস মাস্ক ও গ্লাভস বাধ্যতামূলক। খালি হাতে কোনওভাবেই নাক, মুখ ছোঁয়া যাবে না। হাউজ কিপিং স্টাফদের শীঘ্রই টুপি ও অ্যাপ্রন দেওয়া হবে।প্রত্যেক কর্মীর মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকতে হবে। সর্বাধিক তিনজন যাত্রী একই সময়ে লিফট ব্যবহার করতে পারবেন।
অন্যদিকে স্টেশন চত্বরে কোথাও যাতে ভিড় না হয় তার জন্য যৌথভাবে নজরদারি চালাবে আরপিএফ ও কলকাতা পুলিসকে। বুকিং কাউন্টার, প্ল্যাটফর্ম, এএফসি গেটে দাঁড়ানোর সময় যাত্রীদের মধ্যে ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে। X লেখা সিটগুলিতে যাত্রীরা বসতে পারবেন না।
বেশি ভিড় হলে একাধিক এন্ট্রি ও এক্সিট গেট প্রস্তুত রাখতে হবে। কর্মীরা বিরতিতে হাত সাবান দিয়ে ধুতে হবে। ঘন ঘন স্যানিটাইজ করবেন। ফেস মাস্ক ও গ্লাভস বাধ্যতামূলক। খালি হাতে কোনওভাবেই নাক, মুখ ছোঁয়া যাবে না। হাউজ কিপিং স্টাফদের শীঘ্রই টুপি ও অ্যাপ্রন দেওয়া হবে।প্রত্যেক কর্মীর মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকতে হবে। সর্বাধিক তিনজন যাত্রী একই সময়ে লিফট ব্যবহার করতে পারবেন।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,