দুর্নীতি করার অপরাধে বরখাস্ত হওয়া ২৫ জন নেতার মধ্যে ১৫ জনকেই ‘ক্লিনচিট’ দিল তৃণমূল

দুর্নীতি করার অপরাধে বরখাস্ত হওয়া ২৫ জন নেতার মধ্যে ১৫ জনকেই ‘ক্লিনচিট’ দিল তৃণমূল

সার্বভৌম সমাচার : সোমবার আমফান ত্রাণ তহবিলের অপব্যবহারের অভিযোগ থেকে ২৫ জন সদস্যের তালিকা থেকে ১৫ সদস্যের স্থগিতাদেশ প্রত্যাহার করল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেস। দলের সিদ্ধান্তকে ন্যায়সঙ্গত হয়েছে বলে জানালেন নন্দীগ্রাম ব্লকের তৃণমূল সভাপতি মেঘনাদ পাল। যা নিয়ে সুর চড়িয়েছে স্থানীয় সিপিএম ও বিজেপির কর্মী সমর্থকেরা।

গত ২০ মে আম্ফান ঘূর্ণিঝড়ের পর নন্দীগ্রামে ত্রাণ তহবিল তছরুপ করার একাধিক অভিযোগ পাওয়ার পরে প্রায় ২০০ জন দলীয় কর্মীকে শোকেজ নোটিশ দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এরপর ২০০ জন কর্মী সমর্থকদের মধ্যে ২৫ জন তৃণমূল নেতাদের বরখাস্ত করা হয়েছিল। এর মধ্যে ছিল পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত প্রধান এবং বুথ সভাপতিরাও।

স্থগিতাদেশ প্রত্যাহারের ন্যায়সঙ্গত বলে দাবী করেন নন্দীগ্রাম ব্লকের তৃণমূল সভাপতি মেঘনাদ পাল। তিনি আরও বলেছেন, “এই ১৫ জন সদস্য তাদের পরিবারের সদস্যদের নামে জারি করা অপ্রয়োজনীয় তহবিল সরকারকে ফিরিয়ে দিয়েছেন এবং ভবিষ্যতে এ জাতীয় ভুল পুনরায় না করার প্রতিশ্রুতি দিয়ে একটি লিখিত প্রতিশ্রুতিও দিয়েছেন। আর তাই সোমবার দলের নন্দীগ্রাম ব্লক ইউনিটের একটি মূল কমিটির বৈঠকে তাদের স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।”


আরও পড়ুন--

নন্দীগ্রাম তৃণমূল সুত্রে খবর, যে ১৫জনের বিরুদ্ধে তাদের মধ্যে অন্যতম কেন্দামারী-জলপাই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মনসুরা বেগম। জানা গিয়েছে, রাজনৈতিক বাধ্যবাধকতার কারনেই মনসুরা বেগমকে ফিরিয়ে আনতে বাধ্য হতে হয়েছে। এছাড়াও আরও জানা গিয়েছে, ১৫ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে ১৩জনই বেগমের ঘনিষ্ঠ সহযোগী।

জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পাল বলেছেন, “এটা প্রমাণ করে যে দুর্নীতিবাজরাই তৃণমূলের সম্পদ। প্রথমত, পুলিশ তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি, এখন শোনা যাচ্ছে তাদের দলও তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমান থাকা সত্ত্বেও স্থগিতাদেশ প্রত্যাহার করেছে”।

অন্যদিকে সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেছেন, “দুর্নীতিবাজদের তৃণমূল পুনর্বাসিত করবে এটাই স্বাভাবিক। হলদিয়ার সুতাহাটার বিডিও দার্জিলিং-এ স্থানান্তরিত হয়েছে কারণ তিনি তার ব্লকের একটি পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করার সাহস করেছিলেন”।

আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post