সার্বভৌম সমাচার : সপ্তাহের প্রথম সোমবার দিনই রাজ্যজুড়ে চলল সেপ্টেম্বরের প্রথম লকডাউন। বিগত লকডাউনের মতো এদিনের লকডাউনেও কলকাতা শহর জুড়ে চলল পুলিশের নজরদারি। তবে সেই ভাবে ঢিলেমির চিত্রও সামনে এসেছে জেলায় জেলায়। যদিও খোদ কলকাতার কয়েকটি এলাকায় নজরদারি এড়িয়ে রাস্তায় বের হয়েছেন মানুষজন।
রাজাবাজারে সকাল থেকেই চা-কচুড়ি, পরোটা, বেলের সরবত সহ একাধিক দোকান খোলা ছিল দোকানপাট। এলাকাবাসীর ভিড় ছিল রাস্তায়। অন্যান্য দিনের মতোই ছিল এদিনের চিত্র। বেলা এগারোটা নাগাদ সেখানে পুলিশ আসে। তাঁরাই বন্ধ করায় দোকানপাট। একই চিত্র দেখা গিয়েছে উল্টোডাঙা, নারকেলডাঙা এলাকাতেও।
তবে শহরের অন্যন্য এলাকায় পুলিশের কড়া নজরদারিতেই চলেছে লকডাউন। রাস্তায় বের হওয়া গাড়ি, মোটরবাইক ও সাইকেল আরোহীদের প্রয়োজনীয় নথি ও অনুমতিপত্র দেখাও হয়েছে। যারা সেটা দেখাতে পারছেন না, তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে পুলিশ।
রাজাবাজারে সকাল থেকেই চা-কচুড়ি, পরোটা, বেলের সরবত সহ একাধিক দোকান খোলা ছিল দোকানপাট। এলাকাবাসীর ভিড় ছিল রাস্তায়। অন্যান্য দিনের মতোই ছিল এদিনের চিত্র। বেলা এগারোটা নাগাদ সেখানে পুলিশ আসে। তাঁরাই বন্ধ করায় দোকানপাট। একই চিত্র দেখা গিয়েছে উল্টোডাঙা, নারকেলডাঙা এলাকাতেও।
তবে শহরের অন্যন্য এলাকায় পুলিশের কড়া নজরদারিতেই চলেছে লকডাউন। রাস্তায় বের হওয়া গাড়ি, মোটরবাইক ও সাইকেল আরোহীদের প্রয়োজনীয় নথি ও অনুমতিপত্র দেখাও হয়েছে। যারা সেটা দেখাতে পারছেন না, তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে পুলিশ।
আরও পড়ুন--
কলকাতায় ঢোকার সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা গুলিতে চলেছে নাকা চেকিং। কলকাতায় ঢোকা ও বের হওয়ার রাস্তায় কড়া নজর রেখেছে পুলিশ। হাওড়া ব্রিজেও চলেছে নাকা চেকিং। ফলে কার্যত ফাঁকাই ছিল হাওড়া ব্রিজ। ছিল পুলিশের ব্যারিকেডও।
তবে কলকাতায় কড়াকড়ির চিত্র দেখা গেলেও জেলায় জেলায় ঢিলেমির ছবি দেখা মিলছে। বীরভূমের নলহাটিতে দোকানপাট বন্ধ থাকলেও রাস্তায় চলছে অটো। সেখানেও কার্যত ঠাসাঠাসি করে নিজেদের গন্তব্যে যাতায়াত করছেন মানুষজন। পুলিশি নজরদারির অভাবে অবাধ যাতায়াত চলছে মোটরসাইকেল ও গাড়ির।
লকডাউনের পাশাপাশি কোচবিহারে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তবে লকডাউন অমান্য করে বের হওয়া মানুষদের এদিন কোচবিহার সদর মহকুমা শাসক র্যাপিড করোনা টেস্ট করিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই লকডাউনের দিনগুলিতে এই টেস্ট করানো হচ্ছে কোচবিহার শহরে।
পুরাতন মালদা সাহাপুর এলাকায় লকডাউন উপেক্ষা করে বাজার খোলা। মুখে মাক্স নেই পথ চলতি মানুষদের। উত্তর ২৪ পরগনার অশোকনগর দিঘীরহাট রোডে বাগপারা এলাকায় অবাধে চলছে বাজার। সবজি থেকে মাছ সবই বিক্রি হচ্ছে লকডাউন অমান্য করে। নেই কোনও পুলিশের নজরদারি, নেই সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই। বনগাঁ, গোপালনগর, বাগদা কিছু কিছু দোকান খোলা ছিল।
তবে কলকাতায় কড়াকড়ির চিত্র দেখা গেলেও জেলায় জেলায় ঢিলেমির ছবি দেখা মিলছে। বীরভূমের নলহাটিতে দোকানপাট বন্ধ থাকলেও রাস্তায় চলছে অটো। সেখানেও কার্যত ঠাসাঠাসি করে নিজেদের গন্তব্যে যাতায়াত করছেন মানুষজন। পুলিশি নজরদারির অভাবে অবাধ যাতায়াত চলছে মোটরসাইকেল ও গাড়ির।
লকডাউনের পাশাপাশি কোচবিহারে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তবে লকডাউন অমান্য করে বের হওয়া মানুষদের এদিন কোচবিহার সদর মহকুমা শাসক র্যাপিড করোনা টেস্ট করিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই লকডাউনের দিনগুলিতে এই টেস্ট করানো হচ্ছে কোচবিহার শহরে।
পুরাতন মালদা সাহাপুর এলাকায় লকডাউন উপেক্ষা করে বাজার খোলা। মুখে মাক্স নেই পথ চলতি মানুষদের। উত্তর ২৪ পরগনার অশোকনগর দিঘীরহাট রোডে বাগপারা এলাকায় অবাধে চলছে বাজার। সবজি থেকে মাছ সবই বিক্রি হচ্ছে লকডাউন অমান্য করে। নেই কোনও পুলিশের নজরদারি, নেই সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই। বনগাঁ, গোপালনগর, বাগদা কিছু কিছু দোকান খোলা ছিল।
আরও পড়ুন--
লকডাউন উপেক্ষা করেই বাঁকুড়ার দোলতলা এলাকায় রীতিমতো অন্যান্য দিনের মতো বসেছিল বাজার। সকাল থেকেই বেচাকেনা চলল অবাধে। বেলার দিকে অবশ্য বাঁকুড়া সদর থানার পুলিশ বাজারে হানা দিয়ে দুজনকে আটক করে। একই ছবি দেখা গিয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বেনাদহ, দেবকুন্ডু সহ বিভিন্ন এলাকায়। লকডাউন উপেক্ষা করেই খোলা বাজার। অবাধে চলে বেচাকেনা, বাজারে ভিড় অন্যান্য দিনের মতোই।
মুশিদাবাদের সুতি থানার মহেশাইল হাটে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। প্রশাসনের নজর এড়িয়ে চলছে কেনাবেচা। অথচ সাধারণ মানুষের মুখে নেই মাস্ক, নেই কোনও সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা।
একইভাবে দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা থানার পিয়ালী বাজারে বিধিভঙ্গের ছবি ধরা পড়লো। তবে বেলার দিকে পুলিশ গিয়ে বন্ধ করিয়ে দেয় দোকানপাট। লকডাউন অমান্য করায় কান ধরে ওঠবোস করায় পুলিশ। এই জেলার বাসন্তী, ক্যানিং, কাকদ্বীপেও লকডাউন অমান্য করে দোকানপাট খোলার ছবি দেখা গিয়েছে। সবমিলিয়ে জেলায় জেলায় লকডাউন উপেক্ষা করার ছবি ধরা পড়ল সেপ্টেম্বরের প্রথম লকডাউনেই।
মুশিদাবাদের সুতি থানার মহেশাইল হাটে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। প্রশাসনের নজর এড়িয়ে চলছে কেনাবেচা। অথচ সাধারণ মানুষের মুখে নেই মাস্ক, নেই কোনও সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা।
একইভাবে দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা থানার পিয়ালী বাজারে বিধিভঙ্গের ছবি ধরা পড়লো। তবে বেলার দিকে পুলিশ গিয়ে বন্ধ করিয়ে দেয় দোকানপাট। লকডাউন অমান্য করায় কান ধরে ওঠবোস করায় পুলিশ। এই জেলার বাসন্তী, ক্যানিং, কাকদ্বীপেও লকডাউন অমান্য করে দোকানপাট খোলার ছবি দেখা গিয়েছে। সবমিলিয়ে জেলায় জেলায় লকডাউন উপেক্ষা করার ছবি ধরা পড়ল সেপ্টেম্বরের প্রথম লকডাউনেই।
আরও দেখুন--
Tags- #Bongaon #Samachar #Bongaon Samachar
#Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News
#Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon
khabar, #bongaon samachar, #samachar bongaon,