আমফানে ক্ষতিগ্রস্ত গাছ ভেঙে ঘুমের মধ্যেই মৃত্যু হল এক গৃহবধূর


আমফানে ক্ষতিগ্রস্ত গাছ ভেঙে ঘুমের মধ্যেই মৃত্যু হল এক গৃহবধূর

সার্বভৌম সমাচার : চলতি বছরের আমফান ঝড়ে প্রবল ক্ষতিগ্রস্ত কদম গাছ ঘরের চালের ওপর প্রায় ঝুঁকে পড়েছিল। এবারে গত শনিবার রাতে সেই গাছ ভেঙেঘুমন্ত অবস্থাতেই বেঘোরে প্রাণ গেল এক গৃহবধুর। ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়া পৌরসভার অন্তর্গত ২৮ নং ওয়ার্ডের কনকশালী বোসের ঘাট এলাকায়।

পুলিশ জানিয়েছে মৃত ওই গৃহবধূর নাম বিজলি দাস (৪৫)। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রবিবার ভোরের দিকেই টালির ঘরের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই কদম গাছটি। সেসময় ওই ঘরেই ঘুমোচ্ছিলেন বিজলিদেবী। আর ওই গাছের নিচে চাপা পড়েই বিজলিদেবীর মৃত্যু হয়েছে বলে দাবি করছেন এলাকাবাসীরা।




আরও পড়ুন--

যদিও বিজলিদেবীর পরিবারের দাবি, ওই একই ঘরে ঘুমিয়ে ছিলেন বিজলি দেবীর স্বামী ও ছেলে। তাঁরাও গুরুতর আহত হয়েছেন। এরপর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে স্থানীয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা বিজলিদেবীকে মৃত বলে ঘোষনা করেন।

মৃত বিজলিদেবীর আহত ছেলের অভিযোগ, তারা গাছটি সরিয়ে ফেলার জন্য স্থানীয় পুরপ্রশাসনকে বারংবার আবেদন করেছিলেন। কিন্তু পুরসভা গাছটি কাটেনি। অন্যদিকে রবিবার সকালেই ঘটনাস্থলে আসেন চুঁচুড়া পুরসভার প্রতিনিধিরা। তাঁদের দাবি, গাছটির বিপদজনক ডালপালা কাটা হয়েছিল। কিন্তু মূল কাণ্ডটি অক্ষত থাকায় সেটা কাটা হয়নি। এবার সেটাই ভেঙে গিয়ে মৃত্যু হয়েছে ওই গৃহবধুর।


আরও দেখুন--



Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post