সুশান্তকে ভালোবেসে জেলে যেতেও রাজি আছেন অভিনেত্রী রিয়া

সুশান্তকে ভালোবেসে জেলে যেতেও রাজি আছেন অভিনেত্রী রিয়া

পিয়ালি মণ্ডল : পূর্ব নির্দেশমত রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মুম্বইয়ের এনসিবি দফতরে হাজির হলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এদিন তিনি এনসিবি দফতরে যান কড়া পুলিশি প্রহরায়। তবে সংবাদমাধ্যমের ভিড় ছিল চোখে পড়ার মতো।



সুশান্তকাণ্ডের তদন্তে নেমে মাদক যোগের ঘটনাকে সামনে এনে ইতিমধ্যেই রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি।

গত শনিবার একই কারণে গ্রেফতার হয়েছে সুশান্তের রাঁধুনী দীপেশ সাওয়ান্তও। এরপরই রিয়াকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠিয়েছিল এনসিবি। আর তারপরেই রিয়াকে গ্রেফতারি নিয়েও বাড়ছে জল্পনা। এদিকে রিয়ার আইনজীবীর মন্তব্যে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে সংবাদমাধ্যমে।



আরও পড়ুন--


এদিন সংবাদ সংস্থাকে রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে বলেন, ‘বিহার পুলিশ থেকে শুরু করে সিবিআই, ইডি এবং এনসিবি কোনও ক্ষেত্রেই রিয়া কোনও আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেননি’। সেই সঙ্গে তিনি আরও মন্তব্য করেন, ‘কাউকে ভালবাসা যদি অপরাধ হয় তবে তার মূল্য দিতে প্রস্তুত রিয়া। প্রয়োজনে গ্রেফতার হতেও রাজি আছেন রিয়া’।

উল্লেখ্য, কয়েকদিন আগেই রিয়াকে নির্দোষ প্রমান করতে মুখ খুলেছিলেন অভিনেত্রীর বাবা। তাঁর দাবী, ‘অভিনন্দন ভারত। আমার ছেলে গ্রেফতার হয়েছে। আমি নিশ্চিত এর পর আমার মেয়ের পালা। সুচারু ভাবে একটি মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করে দিয়েছ তুমি। ন্যায়বিচারের জন্য সবই তো ঠিক, জয় হিন্দ’।




সুশান্তকে ভালোবেসে জেলে যেতেও রাজি আছেন অভিনেত্রী রিয়া

এদিন মুম্বই পুলিশের নিরাপত্তার ঘেরাটোপেই এনসিবি-র দফতরে ঢোকেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। কিন্তু সেখানে সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের ভিড়ে একসময় থমকে যেতে হয় তাঁদের। পরে পুলিশের চেষ্টায় কোনও রকমে ওই দফতরে নিয়ে যাওয়া হয় রিয়াকে।

এনসিবি সূত্রে খবর, জেরায় শৌভিক আরও বেশ কয়েক জন মাদক পাচারকারীর নাম প্রকাশ্যে এনেছেন। এই প্রসঙ্গে শৌভিকের মুখোমুখি বসিয়ে রিয়াকে জেরা করা হতে পারে বলেও জানা গিয়েছে।

উল্লেখ্য, রিয়ার সঙ্গে তাঁর ভাই এবং স্যামুয়েলের মাদক সংক্রান্ত চ্যাট প্রকাশ্যে আসে গত কয়েকদিন আগেই। তাতে দেখা গিয়েছিল, ভাই এবং স্যামুয়েলকে গাঁজার গুণমান এবং জোগান নিয়ে প্রশ্ন করেছেন রিয়া। আর তার পরেই তদন্ত শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি।


আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post