হাসপাতাল যাওয়ার পথে ধর্ষিত কোভিড রোগী, অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক

হাসপাতাল যাওয়ার পথে ধর্ষিত কোভিড রোগী, অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক

অম্লিতা দাস : ভয় নেই সংক্রমণের ভয় নেই মৃত্যুর।হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই করোনা পেশেন্টকে ধর্ষণ করল অ্যাম্বুলেন্স চালক।নৃশংস এই ঘটনার সাক্ষী হল কেরল।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে কেরলের পাঠানমথিট্টা জেলার একটি পরিবারে দুজনের করোনা পজিটিভ আসে।কেরল সরকারের নির্দেশিকায়,শুধুমাত্র অ্যাম্বুল্যান্সের এক জন চালকই করোনা রোগীদের হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করতে পারবেন।সেইমতই শনিবার মধ্যরাতে ওই দুইজন রোগীকে নিয়েই চালক একাই গেছিলেন। প্রথম রোগীকে হাসপাতালে ভর্তি করালেও দ্বিতীয় জনকে এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে সেই বাইশ বছরের তরুণীকে হাসপাতালে নিয়ে গেলে ধর্ষণ সম্পর্কে জানা যায়।

আরও পড়ুন--

মেডিক্যাল টেস্টেও তার প্রমান পাওয়া গেছে।পুলিশ সূত্রে খবর,এই ধর্ষণ ছিল পরিকল্পিত।২৯ বছরের ওই চালকের আগেও নানান খুনের মামলার সাথে সংযোগ আছে বলে জানা যাচ্ছে।অভিযুক্তকে আপাতত কোয়ারান্টিনে রাখা হয়েছে।সোমবার তাকে ভার্চুয়াল আদালতে আনা হবে।

অভিযুক্ত অস্থায়ীভাবে কাজে নিযুক্ত ছিল।তবে আগে থেকেই এত মারাত্মক মামলা তার বিরুদ্ধে থাকা সত্ত্বেও কেন তাকে কাজে নিযুক্ত করা হয়েছে সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর নতুন নির্দেশিকা জানালেন স্বাস্থ্য দফতর,অ্যাম্বুলেন্সে শুধুমাত্র একজন মহিলা রোগী থাকলে এক জন তাঁকে আনতে পারবেন না।

ন্যূনতম দু’জনকে থাকতেই হবে।পুলিশের পাশাপাশি স্বাস্থ্য দফতরও তদন্ত করছে।সমস্ত অ্যাম্বুলেন্স চালকদের ব্যক্তিগত তথ্য চেয়ে পাঠিয়েছেন স্বাস্থ্য দফতর।

আরও দেখুন--




Tags-  #Bongaon #Samachar #Bongaon Samachar #Samachar #Sarbabhauma Samachar #Sarba Bhauma Samacar #Bongaon News #Today News #Today Bongaon News #bongaon news today live, #bongaon bengali news, #bongaon khabar, #bongaon samachar, #samachar bongaon,

Post a Comment

Previous Post Next Post