সার্বভৌম সমাচার : কিছুদিন আগেই ফেক টিআরপির অভিযোগ আসে রিপাবলিক টিভির বিরুদ্ধে। আর এবার তার প্রধান সম্পাদককে গ্রেফতার করলেন মুম্বাই পুলিশ।বুধবার সকাল ৬ টায় বাড়ি থেকে গ্রেফতার হন অর্ণব গোস্বামী।৫৩ বছরের এক ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়াই এবার মূল অভিযোগ।
প্রকাশ জাভড়েকর এবং স্মৃতি ইরানির মতো কেন্দ্রীয় মন্ত্রীরা টুইট করে এই গ্রেফতারের নিন্দা করেছেন।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গ্রেফতারের ভিডিও।তাতে দেখা যাচ্ছে পুলিশ ভ্যানে নিয়ে যাচ্ছেন অর্ণব গোস্বামীকে।২০১৮ সালের মে মাসে আত্মহত্যাই মারা যান ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নাইক ও তাঁর মা কুমুদ নাইক। সুইসাইড নোট পাওয়া গেলে তাতে ফিরোজ শেখ ও নীতেশ সারদার সাথেই পাওয়া যায় অর্ণব গোস্বামীর নাম।সুইসাইড নোটে অন্বয় জানান তাঁর তাঁরা ৫ কোটি ৪০ লক্ষ টাকা দেননি তারা ফলে তিনি আর্থিক সমস্যার মুখোমুখি হন।রিপাবলিক টিভির সাথে কাজ করেন অন্বয়ের সংস্থা কিন্তু আর প্রাপ্য টাকা তারা মেটায়নি বলেই তাঁর অভিযোগ।
অন্বয়ের মৃত্যুর পর আত্মহত্যার প্ররোচনার জন্য মামলা করা হয়েছিল তবে সেই মামলা বন্ধ করে দেন রায়গড় পুলিশ।তবে এই বছরেই মে মাসে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ একটি টুইট করে জানান, অন্বয়ের মেয়ে তাঁর পরিবারের এই দুর্ঘটনার তদন্ত চেয়েছে। তিনি জানিয়েছেন প্রাপ্য টাকা না পাওয়াই তাঁর বাবার মৃত্যুর কারণ।স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় পুনরায় তদন্ত শুরু করা হয় ও গ্রেফতার করা হয়।
অর্ণব গোস্বামীর গ্রেফতার কাণ্ডের পর অভিযোগ যায় শিবসেনা সরকারের দিকে তবে সেই অভিযোগের প্রেক্ষিতে শিবসেনা নেতা সঞ্জয় রাউত মহারাষ্ট্রের আইনের কথা বলেন তিনি বলেন,"মহারাষ্ট্রে আইনের পালন হয়। কারও বিরুদ্ধে প্রমাণ থাকলে পুলিশ ব্যবস্থা নেয়।"
ইতিমধ্যে রিপাবলিক চ্যানেল তাদের প্রতিবেদনে দাবি করেন অর্ণব গোস্বামীর প্রতি পুলিশ নিগ্রহের কথা।কেন্দ্রের শীর্ষ স্থানীয় মন্ত্রীদের অভিযোগ মহারাষ্ট্রের সংবাদপত্রের স্বাধীনতায় বিঘ্ন আনা হচ্ছে।