অম্লিতা দাস : করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপট সামান্য নিয়ন্ত্রণে।কমলো দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হার।সংক্রমণের দৈনিক এবং মোট হার নিম্নমুখী হলেও সক্রিয় রোগীর হার যথেষ্ট।স্বাস্থ্য দফতর বুধবারে জানিয়েছেন,একদিনে আড়াই লক্ষ মানুষ টিকাকরণ করিয়েছেন।স্বাস্থ্য দফতর থেকেই জানা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুনভাবে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা রাজ্যের বাকি সব জেলার মধ্যে থেকে সবচেয়ে বেশি।উত্তর ২৪ পরগণায় ৪৩৫ জন নতুন আক্রান্তের সন্ধানও পাওয়া গিয়েছে।সক্রিয় রোগীর সংখ্যা রাজ্যে ২১ হাজার ১৫২ জন।স্বাস্থ্য দফতর জানিয়েছেন,সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট ১৪ লক্ষ ৭১ হাজার ২৩১ জনের মধ্যে সংক্রমণ দেখা গিয়েছে।গত ২৪ঘন্টার মধ্যে রাজ্যে ২ লক্ষ ৪৮ হাজার ৩১৮ জন টিকাকরণ করিয়েছেন।সংক্রমণের হার কমে এসে দাঁড়িয়েছে ৫.২৭ শতাংশ।বাকি জেলায় সংক্রমণের হার পূর্ব মেদিনীপুর (৪৩২), জলপাইগুড়ি (২৩৪), হাওড়া (২০২), নদিয়া (১৯৪), দক্ষিণ ২৪ পরগনা (১৯২), হুগলি (১৯১),পশ্চিম মেদিনীপুর (১৩৮) এবং বাঁকুড়া (১০৩)
এপ্রিলের পর এই প্রথম এই বছরে মৃত্যু সংখ্যা নিম্নমুখী।গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৬৯জন।রাজ্যে এখন মোট মৃত্যু সংখ্যা ১৭ হাজার ১১৮ জনের কোভিডে মৃত্যু হল বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতর।রাজ্যে সংক্রমণ কমলেও কলকাতায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি।কলকাতাতেই নতুন করে সংক্রমণ হয়েছে ৩৭৭জন।