অম্লিতা দাস : প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত।একই বছরের ২২শে মে ৭১তম জন্মদিন পালন করেছিলেন তিনি।আর বুধবারেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী।হৃদরোগ তাঁর মৃত্যুর কারণ বলে জানা যাচ্ছে।দীর্ঘদিন ভুগছিলেন কিডনির সমস্যায়।ডায়ালিসিস চলছিল তাঁর সাথেই আইসিইউ তে ভর্তি ছিলেন ২১দিন।
থিয়েটারের সাথেই অভিনয় জগতে প্রকাশ তাঁর।১৯৭৮ সালে কলকাতায় চলে এসে 'নান্দীকার' নাট্যদলে যোগ দেন অভিনেত্রী। নান্দীকারে রুদ্রপ্রসাদ সেনগুপ্তের নির্দেশনায় কাজ শুরু করে স্বাতীলেখা সেনগুপ্ত।১৯৮৪সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ও সত্যজিৎ রায়ের পরিচালনায় ঘরে বাইরে ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে ফুটিয়ে তোলেন বিমলার চরিত্র।ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথেই ভিক্টর বন্দ্যোপাধ্যায়ও সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি।নাটক,সিনেমায় তাঁর অভিনয়ের ছাপ ফেলে গেছেন সাথেই জিতেছেন ভারতীয় থিয়েটারে 'সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার', 'নাট্য আকাদেমি পুরস্কার', 'ওয়েস্ট বেঙ্গল থিয়েটার জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড' সহ বহু সম্মান।ঘরে বাইরের পরেই জনপ্রিয় হয়ে ওঠে সৌমিত্র-স্বাতীলেখার জুটি।দীর্ঘ ৩১ বছর পর শেষ বয়সেই শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা দত্তর পরিচালনায় বেলাশেষেতে আবার ফিরে এসেছিলেন তাঁরা।এত বছরের পরেও এই ছবি দর্শকদের মনে জায়গা করে ফেলায় আবার তাঁরা নিয়ে আসেন "বেলাশুরু"।
প্রথমে সৌমিত্র চট্টোপাধ্যায় ও তাঁর কিছু মাসের ব্যবধানেই স্বাতীলেখা সেনগুপ্তের মৃত্যু শোকস্তব্ধ করেছে টলিপাড়াকে।