অম্লিতা দাস: সারারাতের বৃষ্টিপাতের পরেও বৃষ্টি থামেনি বৃহস্পতিবার।টানা বৃষ্টিপাতের ফলে থইথই জলে কলকাতা।পুরসভা থেকে জানানো হয়েছে ,জল নামানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।লকগেট থেকে ম্যানহোল সবই খোলা রয়েছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ভারী বৃষ্টি।বৃহস্পতিবার সারাদিন ধরেই চলছে দফায় দফায় বৃষ্টি।অনবরত বৃষ্টির কারণে জলমগ্ন থেকেই গেছে বেশ কিছু এলাকা।এন্টালি, বেহালা এলাকাগুলিতে জল কাটিয়ে এগোতে হচ্ছে সাধারণ মানুষকে।বৃহস্পতিবার সকাল থেকেই জলমগ্ন মধ্য কলকাতা।উত্তর কলকাতার অলিগলি ডুবেছে জলে,মহাত্না গাঁধী রোড, ঠনঠনিয়া কালীবাড়ি এলাকা, সুকিয়া স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট এলাকাও রয়েছে এই একই তালিকায়।জলে আছন্ন সেন্ট্রাল এভিনিউয়ের একাধিক জায়গা।এছাড়াও বেহালার ডায়মন্ড হারবার রোড, দক্ষিণ কলকাতার রানিকুঠি, গল্ফগ্রিন, যাদবপুর, ভবানীপুরের যদুবাবুর বাজার এবং ইএম বাইপাসের একাধিক জায়গা জলমগ্ন।কসবা,বালিগঞ্জ এলাকায়ও একই রুপ।কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর বাদ পড়েনি দমদম,উল্টোডাঙ্গা ও কাঁকুড়গাছির রাস্তার।
একই ছবির সাক্ষী কলকাতা বিমানবন্দর। বিমানবন্দরে নিউ টার্মিনালে জলমগ্ন। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সারারাতের ভারী বৃষ্টি হতেই জল জমেছে কলকাতা বিমানবন্দরের নিউ টার্মিনালে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, মেট্রোর কাজ চলার জন্য ভেঙ্গে পড়েছে নিকাশি ব্যবস্থা। সেই কারণেই জল জমেছে।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,বৃষ্টি এখনই থামার সম্ভাবনা নেই।বৃহস্পতিবার সারাদিনই চলবে দফায় দফায় বৃষ্টি।