মুখ্যমন্ত্রীর হাত ধরে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের সূচনা, মাথা পিছু বরাদ্দ ১০ হাজার টাকা

 

মুখ্যমন্ত্রীর হাত ধরে ‘কৃষক বন্ধু’  প্রকল্পের সূচনা, মাথা পিছু বরাদ্দ ১০ হাজার টাকা

সার্বভৌম সমাচারঃ বাংলার কৃষিক্ষেত্রকে আরও সমৃ্দ্ধ করতে দ্বিতীয় স্তরে কৃষক বন্ধুপ্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ভারচুয়াল ভাবে নবান্ন থেকে কৃষক বন্ধুপ্রকল্প  এর দ্বিতীয় সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের জন্য বরাদ্দ ১০ হাজার টাকা করে দেওয়া শুরু হয়ে গেল জেলায় জেলাশাসকদের দপ্তর থেকে। এই প্রকল্পে বর্গাদার, খেতমজুরদের জন্যও অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রথমত  কৃষকরা মাথা পিছু চার হাজার টাকা করে পাবে। তারপরেও বাড়ানো হয়েছে তাঁদের জন্য বার্ধক্যভাতা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় রয়েছেন রাজ্যের ৬০ লক্ষ কৃষক।

প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় ফিরলে কৃষকদের জন্য কাজ করবেন। সাথেইকৃষকবন্ধু’  প্রকল্পের ভাতা বাড়ানো হবে। ক্ষমতায় ফেরার পর গত সপ্তাহেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন করা হয়। কৃষকবন্ধু প্রকল্পের ভাতা হাজার থেকে দ্বিগুণ করার পক্ষে সবুজ সংকেত দেয় মন্ত্রিসভা। তারপর বৃহস্পতিবারই আনুষ্ঠানিক সূচনা করে টাকা প্রদানের কাজ শুরু করে দেওয়া হল। এবার প্রকল্পটি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী নিজে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সব কৃষকরা পাচ্ছেন না। বর্গাদার, খেতমজুররাও পাচ্ছেন না। কিন্তু কৃষকবন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত কৃষককে আনা হয়েছে। খেতমজুরদেরও ভাতা বাড়ানো হয়েছে। দেশের সর্বত্র কৃষক বিক্ষোভ চলছে, কিন্তু বাংলায় কৃষকদের অবস্থা  আরও ভাল করতে হবে।

Post a Comment

Previous Post Next Post