শ্রমণ দে : আর বাকি মাত্র কয়েক ঘন্টা। ইতিমধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিম ঘোষণা করে দিয়েছে ভারত। সমগ্র বিশ্ব কোপা, ইউরোর মাঝেও সাক্ষী হয়ে থাকবে এক হাই ভোল্টেজ ক্রিকেট ম্যাচের, যেখানে সাউদাম্পটনের স্যুইং সহায়ক পিচে মহামোকাবিলায় নামবে কোহলির ভারত এবং উইলিয়ামসনের নিউজিল্যান্ড।
ভারতের এই ১৫ জনের দলে রয়েছেন - বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক্য রাহানে (সহ অধিনায়ক), রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ।
ফাইনাল ম্যাচ এবং ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য ঘোষণা করা হয় ২০ জনের দল। তবে সেখান থেকে পরবর্তীতে বাদ দেওয়া হয় যে পাঁচজনকে তারা হল- লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মায়াঙ্ক আগারওয়াল, অক্ষর প্যাটেল।
রোহিত শর্মার সঙ্গে ওপেন করছেন শুভমান গিল একথা নিশ্চিতরূপেই বলা চলে। সেক্ষেত্রে পরপর থাকবেন চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক্য রাহানে, ঋষভ পন্থ। ভারত সম্ভবত তিন পেসার এবং দুই স্পিনারে খেলতে নামবে কারণ ব্যাটসম্যান হিসাবে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা দুজনেই অভিজ্ঞ। তিন পেসারদের মধ্যে জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামি দলে নিশ্চিত। তৃতীয় পেসার হিসেবে অভিজ্ঞ ইশান্ত শর্মা, অথবা উমেশ যাদব নাকি নবীন পেসার মহম্মদ সিরাজকে খেলানো হবে সেইদিকে তাকিয়ে আছে ক্রিকেট মহল। ফুটবলের রমরমার মধ্যেও ভারত-নিউজিল্যান্ডের এই শ্রেষ্ঠত্বের লড়াই বাড়িয়ে তুলবে ক্রিকেটপ্রেমীদের উদ্দীপনা। তাছাড়া, নিউজিল্যান্ড কে ইংলিশ মাটিতে পরাস্ত করে বিশ্বশ্রেষ্ঠ হওয়ার সুবর্ণ সুযোগ কোহলির তরুণ টিম ইন্ডিয়া হয়তো আর পাবে না।