অম্লিতা দাস: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হবে আগামী মাসেই।বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কিভাবে পড়ুয়াদের পরীক্ষার মূল্যায়ন হবে সেই ঘোষণা করা হবে শুক্রবার।
সম্প্রতি অতিমারির দাপটে বাতিল হয়েছে পড়ুয়াদের জীবনের গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা।সঙ্গে সঙ্গেই জল্পনা উঠেছিল চারিদিকে।কিয়াভবে হবে মূল্যায়ন?এই দুই পরীক্ষার ২১লক্ষ পরীক্ষার্থীর মূল্যায়ন কিভাবে হবে তার পদ্ধতি নির্ধারণ করছেন পর্ষদ ও সংসদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে,আমি চাই, পড়ুয়াদের যাতে কোনও বিপদে না পড়তে হয়। তাদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। তারা আমাদের ছোট্ট প্রিয় সাথী। পরীক্ষা ছাড়া মূল্যায়ন হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে মানসিক ভাবে কোনও সমস্যা না হয়, রেজাল্ট তৈরির আগে সব দিক ভালো করে খতিয়ে দেখতে বলব শিক্ষা দপ্তরকে। পড়ুয়াদের দিকটা ভেবেই যেন এই সিদ্ধান্ত নেয়। ওরা যাতে কোনও সাফার না করে।
এদিকে, সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণীদের পরীক্ষা আগেই বাতিল করা হয়েছিল।তাদের ফলপ্রকাশ হবে ৩১ জুলাইয়ের মধ্যে, জানিয়েছে সিবিএসসি বোর্ড। সুপ্রিম কোর্টে বোর্ডের বক্তব্য, দশম ও একাদশ শ্রেণির ফলাফলের ওপর ভিত্তি করেই দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মূল্যায়ণ করা হবে। মোট নম্বরের ক্ষেত্রে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ওই স্কুলের আগের রেজাল্টও বিচার্য তালিকায় আসবে বলে জানানো হয়েছে।