২০২৫ থেকে মিলবে না উইন্ডোজ ১০-এর সমর্থন

২০২৫ থেকে মিলবে না উইন্ডোজ ১০-এর সমর্থন


শ্রমণ দে : সম্ভাব্যরূপে শেষ সমর্থন মিলবে ১৪ ই অক্টোবর, ২০২৫ সালে। তারপর থেকে মাইক্রোসফট বন্ধ করে দেবে উইন্ডোজ ১০-এর সমস্ত সমর্থন। এবং সাথে সাথে বন্ধ হবে উইন্ডোজ ১০ হোম, প্রো, প্রো এডুকেশন এবং প্রো ফর ওয়ার্কস্টেশনের সমর্থনও। 

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট উল্লেখ করেছে, ১৪ ই অক্টোবর, ২০২৫ নাগাদ ১০ বছর সময় পার করছে অপারেটিং সিস্টেমটি, এরপর শেষ হচ্ছে এর জীবন চক্র। ২০১৫ নাগাদ উইন্ডোজ ১০ আনার সময় মাইক্রোসফট জানিয়েছিল, এটিই হল সর্বশেষ উইন্ডোজ সংস্করণ।

এখন দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি তাদের মত পাল্টেছে। ২০২১ সালের মে মাসে উইন্ডোজ ১০ এর সর্বশেষ আপডেট দেওয়া হয়েছে মাইক্রোসফট-এর তরফ থেকে। এর পরপরই খবর রটে যে নতুন উইন্ডোজ আনছে মাইক্রোফট। পরে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সত্য নাদেলা ‘পরবর্তী প্রজেন্মের উইন্ডোজ’ উন্মোচনে জুনের ২৪ তারিখে ভার্চুয়াল অনুষ্ঠান হবে বলে নিশ্চিত করেন।

Post a Comment

Previous Post Next Post