সমাচার ঃ করোনা ভাইরাস কে বুড়ো আঙুল দেখিয়ে গোবরডাঙা থানার মসলন্দপুরের একটি সংগঠন (সৃজন কলাকেন্দ্র) জৈব আবির দিয়ে বসন্ত উৎসবের পালনের প্রস্তুতি নিচ্ছে। আজ সকাল থেকে শতাধিক শিশু ও অভিভাবিকারা মেতে উঠেছে বসন্ত উৎসবের প্রস্তুতিতে। তারা জানিয়েছেন কোনরকম রাসায়নিক রং নয়, সম্পূর্ণ জৈব আবির বা রং ব্যবহার করে তাদের এই বসন্ত উৎসব পালনের জোর প্রস্তুতি চলছে। করোনা ভাইরাস আতঙ্ক কে দূরে সরিয়ে রেখে সাধারণ মানুষের মধ্যে বার্তা তুলে ধরতে তাদের এই প্রয়াস।