করোনা জের, বহিরাগতদের প্রবেশ নিষেধ, পাড়ার ঢোকার মুখে বাঁশের ড্রপ গেট

করোনা জের, বহিরাগতদের প্রবেশ নিষেধ, পাড়ার ঢোকার মুখে বাসের ড্রপ গেট

সার্বভৌম সমাচার, বাগদা ঃ করোনার জেরে লকডাউন ঘোষণার পর থেকেই রাজ্যের নানা প্রান্তে বাঁশের ড্রপ গেট বানিয়ে পোস্টারটা টাঙিয়ে তাতে লেখা “বাইরের লোকের প্রবেশ নিষেধ” এমন ছবি আগেই দেখা গেছে।

এবার উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার অন্তর্গত হেলেঞ্চা ট্যাঙ্কিপাড়া এলেকায় এই একই দৃশ্য। গ্রামবাসীরা করোনা থেকে বাঁচতে গ্রামের প্রবেশ দ্বারে বাঁশের ড্রপ গেট বানিয়ে তাতে পোস্টারটা টাঙিয়ে লিখে রেখেছেন “বাইরের লোকের প্রবেশ নিষেধ”। পাড়ার ছেলেরা পাড়ায় ঢোকার মুখেই বসে থাকছেন। বাইরের লোক এলেই চলছে জিজ্ঞাসাবাদ। ওই পাড়ার বাসিন্দা না হলেই ফেরানো  হচ্ছে পাড়ার মুখ থেকেই। গ্রামের বাসিন্দাদের দাবি, করোনা থেকে পাড়ার বাসিন্দাদের বাঁচাতে এই উদ্যোগ নিয়েছে তারা।


স্থানীয় হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের সদস্যা মঞ্জিলা রায় এই উদ্যোগকে সমর্থন করেছেন এবং তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী বহিরাগতদের পাড়ার মধ্যে প্রবেশের না করানোর জন্য অনুরোধ করেছেন। সেই কথা মাথায় রেখে গ্রামের সাধারণ মানুষের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছে।

Post a Comment

Previous Post Next Post