
সার্বভৌম সমাচার, বসিরহাট ঃ পারিবারিক অশান্তি নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করার পর নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করল স্বামী। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের পান্তাপাড়া এলাকায়।
আরও খবর পড়ুন-- বন্ধ হল বারুইপুরের ঐতিহ্যপূর্ণ চিত্রশালী মঠ
জানা গিয়েছে, আজ শনিবার সকাল আটটা নাগাদ বছর কামরুজ্জামান মোল্লা (৩২) নামে ওই ব্যক্তি তার স্ত্রী জহমিনা বিবি (২৬)এর মধ্যে পারিবারিক অশান্তি হয়। তখন জহমিনা বাড়ির উঠোনের রান্না ঘরে বসেছিল। শনিবার আটটা নাগাদ অশান্তি চরমে উঠলে । হাতের কাছে থাকা ধারালো কুরুল নিয়ে এলোপাতাড়ি মাথায় কোপাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বধুর। স্থানীয় গ্রামবাসীরা প্রতিবাদ করলে অভিযুক্ত কামরুজ্জামান ধারালো কুড়ুল নিয়ে তাদের তাড়া করে। এরপর ঘটনাস্থলে উত্তেজনার সৃষ্টি হয় । ইতিমধ্যেই ঘরে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে কামরুজ্জামান ।
জানা গিয়েছে দীর্ঘদিন পারিবারিক অশান্তি ছিল। একাধিকবার সালিশি সভা। দুই পরিবারের মধ্যে বিবাদ মীমাংসা হলেও শেষ রক্ষা হলো না।
পুলিশকে খবর দিলে বাদুড়িয়া থানার পুলিশ এসে অভিযুক্ত কামারুজ্জামানকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন আশঙ্কাজনক। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে । মৃত বধুর দুই কন্যা সন্তান রয়েছে তারাও সেই সময় বাড়ির উঠোনে খেলা করছিল । আচমকাই দেখে বাবা তাদের মাকে ধারালো অস্ত্র নিয়ে কোপাতে শুরু করেছেন দুই সন্তান চিৎকার করে কাঁদতে শুরু করে।
আরও পড়ুন-- কাঁথির যৌন কর্মীদের পাশে দাঁড়ালো জেলা পুলিশ, সামগ্রি পেয়ে খুশি যৌনকর্মীরাও
পুলিশকে খবর দিলে বাদুড়িয়া থানার পুলিশ এসে অভিযুক্ত কামারুজ্জামানকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন আশঙ্কাজনক। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে । মৃত বধুর দুই কন্যা সন্তান রয়েছে তারাও সেই সময় বাড়ির উঠোনে খেলা করছিল । আচমকাই দেখে বাবা তাদের মাকে ধারালো অস্ত্র নিয়ে কোপাতে শুরু করেছেন দুই সন্তান চিৎকার করে কাঁদতে শুরু করে।
আরও পড়ুন-- কাঁথির যৌন কর্মীদের পাশে দাঁড়ালো জেলা পুলিশ, সামগ্রি পেয়ে খুশি যৌনকর্মীরাও